রাধে কৃষ্ণা ফিল্মস এর উদ্যোগে সায়ন বসুর পরিচালনায় রুপসা মুখোপাধ্যায়, অনন্যা গুহ, অক্ষয় গুপ্তা ও ঈশান মজুমদার অভিনীত "নার্ভ" সিনেমার প্রথম গান প্রকাশিত হতে চলেছে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রূপসা মুখোপাধ্যায় ও অক্ষয় গুপ্তা। এছাড়া ছবিটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন বুদ্ধদেব ভট্টাচার্য, সাথী মুখোপাধ্যায় এবং শুভজিৎ আদগিরি। ছবিতে রূপসা অভিনয় করছেন সম্রাগীর চরিত্রে এবং ঋত্বিকার চরিত্রে অভিনয় করছেন অনন্যা।
"নার্ভ"-এ দেখা যাবে অনন্যাকে হুইল চেয়ারে বসে থাকতে। তিনি হাঁটতে পারেননা। প্যারালাইসিস হয়েছে ঋত্বিকার। ঋত্বিকাকে দেখাশোনা করে তাঁর দিদি। ঋত্বিকা ভালোবাসে দেব অর্থাৎ অক্ষয় অভিনীত চরিত্রটিকে। এই ছবির মাধ্যমে অভিষেক হতে চলেছে অভিনেতা অক্ষয় গুপ্তার।
অমিত মিত্রের সঙ্গীত পরিচালনায় এবং অমিত মিত্র এবং সান্বয় মিত্রের লেখনীতে রাজ বর্মন এবং প্রশ্মিতা পাল গলায় শোনা যাবে "হেরেছে দিল" গানটি। এই গানটি শীঘ্রই প্রকাশিত হতে চলেছে।
আরও পড়ুনঃ অবশেষে শুরু হল চারধাম যাত্রা
আরও পড়ুনঃ ঈদের শুভেচ্ছা জানিয়ে ট্রোলড হলেন নুসরত, ধেয়ে এল কুরুচিপূর্ণ মন্তব্য