শিল্পাঙ্গন আর্ট স্কুলের আর্ট এক্সিবিশন 'স্বপ্নের ক্যানভাস' হয়ে গেল দক্ষিণ কলকাতার গ্যালারি গোল্ডে। তিনদিনব্যাপী এই আর্ট এক্সিবিশনের প্রথম দিনে ৩ সেপ্টেম্বর উপস্থিত ছিল কবি ও সমাজকর্মী সুদীপ্ত মন্ডল, পণ্ডিত মল্লার ঘোষ এবং চান্দ্রেয়ী দত্ত গুহ রায়। দ্বিতীয় দিনে উপস্থিত হল সিএবির সিনিয়র আম্পায়ার ও ক্রিকেট বিশেষজ্ঞ সুবীর বন্দ্যোপাধ্যায়। ৫ তারিখ অর্থাৎ শেষ দিনে অথিতি হিসাবে উপস্থিত হয়ে আর্ট এক্সিবিশনকে আলোকিত করেন বিশিষ্ট অভিনেত্রী রাতাশ্রী দত্ত, লেখিকা ও রিসার্চ স্কলার অনিন্দিতা দে, অঙ্কুরোদগমের নমিতা দাস, সোমনাথ ভদ্র, পরিচালক সত্যজিৎ দাস কবি ও সাংবাদিক সায়ন্তন সেন, ফটোগ্রাফার বুলান ঘোষ, চিত্রশিল্পী শিবা রাহা, ভারতীয় প্যারা ক্রিকেট দলের অধিয়ায়ক শুভ্র জোয়ারদার প্রমুখ।
এই আর্ট এক্সিবিশন প্রসঙ্গে এই আর্ট স্কুলের প্রধান শিক্ষক কানু দাস জানান,'এবারের আর্ট এক্সিবিশনের মূল উদ্দেশ্য ছিল পিছিয়ে পরা বাচ্চা যারা লকডাউনের সময় ঘরবন্দী হয়ে ছিল তাদের বের করে এনে তাদের জন্য কিছু করা। এই আর্ট এক্সিবিশন থেকে আমরা যে টাকাটা পাবো সেই টাকা পিছিয়ে পরা যে বাচ্চারা লেখাপড়া করতে পারছে না তাদের জন্য ব্যবহার করবো। তিনদিনের এই এক্সিবিশনে ৮ থেকে ৪২ বছর বয়সের ছেলে-মেয়েদের আঁকা রয়েছে। তিনি আরও জানান,'এই আর্ট এক্সিবিশনে যারা প্রাইজ পাবে উত্তম মঞ্চে তাদের সেই প্রাইজটা দেওয়া হবে।'এই আর্ট স্কুলের অন্যতম প্রধান সদস্য সোমনাথ চক্রবর্তী জানান,'সবাইকে অনেক ধন্যবাদ আমাদের এই আর্ট এক্সিবিশনে উপস্থিত থেকে এক্সিবিশনটা সফল করে তোলার জন্য।'
আর্ট এক্সিবিশনে উপস্থিত হয়ে অভিনেত্রী রাতাশ্রী দত্ত জানালেন,'প্রচুর বাচ্চাদের আঁকা রয়েছে। খুব সুন্দরভাবে তারা কাজ করেছে। আমার এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। সবাইকে অনেক শুভেচ্ছা জানাই।' অনিন্দিতা দে জানালেন,'আমার এখানে এসে সত্যিই খুব ভালো লাগছে। প্রত্যেকটা ছবির মধ্যে একটা অন্তর্নিহিত অর্থ আছে। বিশেষ করে শিশুদের যে প্রতিভা দেখে বোঝাই যায় না যে এত অল্পবয়সী বাচ্চারা এত ভাল ছবি আঁকতে পারে।'
- More Stories On :
- Shilpangan Art School
- Art Exhibition