নতুন বাংলা চ্যানেল ENTER 10 বাংলা। এই চ্যানেলে বেশ কিছুদিন আগেই শুরু হয়েছে প্রথম ধারাবাহিক 'সাগরজ্যোতি'। এবার শুরু হতে চলেছে আরও একটি নতুন ধারাবাহিক। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে এই চ্যানেলে দর্শকরা 'রোজা' নামে একটি নতুন ধারাবাহিক দেখতে চলেছেন। সোম থেকে রবি রাত ৮.৩০ তে এই ধারাবাহিকটি দেখতে পাবেন দর্শকরা। এই ধারাবাহিকের কাহিনী লিখেছেন লীনা গঙ্গোপাধ্যায়। চিত্রনাট্য অর্পিতার।
'রোজা' ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে অর্ণব চৌধুরী ও পিয়া দেবনাথ কে। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন মালবিকা সেন, অর্ঘ্য মুখোপাধ্যায়, রাহুল চক্রবর্তী, অনিন্দিতা দাস, পৌলমী দাস, রাজশ্রী ভৌমিক, নিশান্তিকা দাস সহ অন্যান্যরা।
'রোজা' নিয়ে পিয়া জানালেন,'আমার ক্যারেক্টারের নাম রোজা। বড়লোকের একটা মেয়ে। বাইরের জগত সম্পর্কে সেরকম কিছু জানে না। বাইরের জগতে যখন সে স্টেপ আউট করবে বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হবে। আমার সঙ্গে সমুজ্বলের যখন দেখা হবে তখন ঝগড়া, খুনসুটি এই দিয়েই গল্পটা শুরু আর কি।'
অর্ণব জানালেন,'আমার চরিত্রের নাম সমুজ্জ্বল। বন্ধুরা আমাকে এই নামে ডাকে। তবে বাড়ির সবাই ডাকে রুপাই নামে। রুপাই ছেলেটা খুব ভালো ছেলে। ছোটবেলা থেকে অনেক স্ট্রাগেল করে বড় হয়েছে। বলতে পারো সেলফ ডিপেন্ডেন্ট। খুব ডিসিপ্লিন্ড। টাইমের খুব ভ্যালু রয়েছে তার লাইফে।'
- More Stories On :
- Roja
- Enter 10 Bangla