প্রযোজক ইন্দ্রনীল চৌধুরীর উদ্যোগে পরিচালক ঋক চ্যাটার্জী পরিচালনায় তৈরি ক্লাউন এর ট্রেলার লঞ্চ হয়ে গেল। সিনেমাটি একটিক ক্রাইম থ্রিলার বললে ভুল হবে না। ট্রেলার লঞ্চএ উপস্থিত ছিলেন মুখ্য অভিনেতা ওম সাহানী প্রযোজক ইন্দ্রনীল চৌধুরি এবং পরিচালক ঋক চ্যাটার্জি। এদের পাশাপাশি উপস্থিত ছিলেন এই সিনেমার গায়ক এবং মিউজিক ডিরেক্টর এবং টিমের অন্যান্য সদস্যরা।
ট্রেলার দেখে বোঝা গেল ওম এই সিনেমায় একজন multi disorder personality রুগীর দু ধরনের চরিত্রে দেখা যাবে একটি অন্যটির থেকে একদমই অন্যরকম। এটিকে তার নরম স্বভাব আরেকটিতে তিনি জোকার! দুঃসাহসী।
এই সিনেমায় মুখ্য অভিনেত্রী হিসেবে কেউ না থাকলেও দেবলীনা কুমার অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এরকম সিনেমা আগে কখনো টলিউডে দেখা যায়নি। ওমকে একদম ভিন্ন রূপে দেখা যাবে এই সিনেমায়। ট্রেলার দেখেই আঁচ করা যাচ্ছে ওম প্রচণ্ড পরিশ্রম করেছে এই ক্যারেক্টারটি করার জন্য। তাছাড়াও এই সিনেমায় প্রযোজক ইন্দ্রনীলও অভিনয় করেছেন। তাকে দেখা যাবে এক পুলিশের চরিত্রে। সব মিলিয়ে অসাধারণ এক গল্পের সিনেমা। পরিচালক এর কথা মতো জুনের মধ্যেই এই সিনেমা দর্শকরা দেখতে পাবেন।
আরও পড়ুনঃ শিল্পী মেয়ের অনুরোধে, গানের খাতা-র ধুলো ঝেড়ে ফের স্বমহিমায় সঙ্গীতশিল্পী শম্পা ভট্টাচার্য
আরও পড়ুনঃ স্থিতিশীল মাধবী মুখোপাধ্যায়