রাধে কৃষ্ণা ফিল্মস এর প্রযোজনায় সায়ন বসুর পরিচালনায় রূপসা মুখোপাধ্যায়, অনন্যা গুহ, অক্ষয় গুপ্ত ও ঈশান মজুমদার অভিনীত "নার্ভ" সিনেমার শুটিং প্রায় হতে চলেছে। প্রয়াগ ফিল্ম সিটি তে মিউজিক ডিরেক্টর অমিত মিত্রের পরিচালনায় প্রশ্মিতা পাল ও রাজ বর্মন এর গাওয়া ‘হেরেছে দিল’ গানে অক্ষয় ও অনন্যা কে একসঙ্গে নাচতে দেখা যাবে। ছবিতে রূপসা সম্রাজ্ঞীর চরিত্রে অভিনয় করেছেন। ঋত্বিকার চরিত্রে দেখা যাবে অনন্যাকে। “নার্ভ”-এ দেখা যাবে অনন্যা অর্থাৎ ঋত্বিকা ভালোবাসে দেব অর্থাৎ অক্ষয় অভিনীত চরিত্রটিকে। এই ছবির মাধ্যমে ডেবিউ করতে চলেছেন অভিনেতা অক্ষয় গুপ্ত। খুব শীগ্রই এই সিনেমা দর্শকরা দেখতে পাবেন।
ছবি প্রসঙ্গে পরিচালক সায়ন বসু জানিয়েছেন, “আমাদের নার্ভ এর শুটিং শেষ হল। প্রয়াগ ফিল্ম সিটিতে ছিল আমাদের গানের শুটিং। শুটিং-এর অভিজ্ঞতা খুব ভালো। ছবিটি মুক্তি পেলে সকলে দেখে ফিডব্যাক জানাবেন।”
অনন্যা জানালেন, “প্রয়াগ ফিল্ম সিটিতে আমাদের ছবি নার্ভ এর গান হেরেছে দিল এর শুটিং শেষ হল। খুব তাড়াতাড়ি থিয়েটারে ছবিটি মুক্তি পাচ্ছে। সবাই হলে গিয়ে ছবিটি দেখুন।”
আরও পড়ুনঃ প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে 'মিশন ওটিপি'-র একটানা শুটিংয়ের অবসান