পরিচালক পাভেলের নতুন ছবি 'মন খারাপ'। এই ছবিরই শুটিং শেষ হয়ে গেল। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা বাবলি ভট্টাচার্য। পাভেলের সঙ্গে এটি তার প্রথম প্রোজেক্ট। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করছেন অঙ্কুশ, ঋদ্ধি সেন, প্রিয়াঙ্কা রতি পাল, অনুষ্কা চক্রবর্তী প্রমুখ।
সোশ্যাল মিডিয়ায় শুটিং শেষ হওয়ার কথা প্রিয়াঙ্কা নিজেই জানিয়েছেন। তিনি বেশ কিছু ছবি পোস্ট করে লিখেছেন,' অবেশেষ ভালোভাবেই শ্যুটিং শেষ হল 'মনখারাপ'-এর। আমার যাত্রাটা সুন্দর এবং স্মরণীয় ছিল। এমন কেয়ারিং সিনিয়র এবং সহকর্মী পেয়ে আমি আশীর্বাদপ্রাপ্ত। এই সুযোগ আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ যথেষ্ট নয় পাভেলদা। তুমি আমার প্রিয় পরিচালক, আর সব সময় তাই থাকবে। আরও স্মৃতি ও আনন্দের অপেক্ষায় রয়েছি। এখন শুধু থিয়েটারে মুক্তির অপেক্ষায় রয়েছি।'
সাইকোলজিক্যাল থ্রিলার এই ছবির প্রধান ভাবনা ডিপ্রেশন বা মনখারাপকে সরিয়ে জীবনকে উদযাপন করা। এই ছবিতে ১১টি লুকে দেখা যাবে প্রিয়াঙ্কা কে। নির্বাণ সেন নামে এক মনোবিদের চরিত্রে রয়েছেন অঙ্কুশ। জানা গেছে নতুন বছরের শুরুর দিকে এই ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। পাভেলের 'মন খারাপ' দর্শকদের কতটা মন ভালো করতে পারে সেই অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা।
- More Stories On :
- Mon Kharap
- Pavel
- Priyanka
- Riddhi Sen
- Ankush