সম্মান রায়ের পরিচালনায় 'যোগাযোগ' ছবিটি প্রথমে শর্ট ফিল্ম হিসাবে বানানোর পরিকল্পনা নেওয়া হলেও পরে পূর্ণদৈর্ঘ্যের ছবি নির্মাণের ভাবনা নেন পরিচালক। খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে ছবিটি। তার আগে শীঘ্রই দর্শকদের কাছে পৌঁছে যাবে "যোগাযোগ' এর নতুন গান। গানটির নাম 'মায়া'।
পরিচালক সম্মান রায় 'জনতার কথা'-কে জানিয়েছেন, 'ছবিটি মুক্তি পেতে এখন একটু দেরি আছে।তার আগে জুনের প্রথম সপ্তাহে 'মায়া' নামে দ্বিতীয় গানটি মুক্তি পাচ্ছে। গানটির গীতিকার আমি। সুরকার আদর দাস। গানটি গেয়েছেন জয়তি চক্রবর্তীর ছাত্রী অহনা ঘোষ। “যোগাযোগ” এ গানটি অদ্রিতাকে রেখেই করা হয়েছে।'
উল্লেখ্য এই ছবিতে অভিনয় করেছেন ঋত্বিক পুরকাইত, অদ্রিতা দে, সোহম গুহ পট্টদার, অন্বেষা মৈত্র, ইন্দ্রাশিস ঘোষ প্রমুখ। এদের মধ্যে ঋত্বিক পুরকাইত সম্প্রতি অপরাজিত তে অভিনয় করে খুব জনপ্রিয় হয়েছেন।