পরিচালক সপ্তাশ্ব বসুর ছবি ‘জতুগৃহ’-র শুটিং আগেই শেষ হয়ে গেছে। এখানে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, পিয়ালী চ্যাটার্জি, বনি সেনগুপ্ত, অংশু বচ, বিশ্বজিৎ ঘোষ প্রমুখ। এই ছবির ডাবিং শুরু হল। ডাবিং-এ পরিচালক ছাড়াও উপস্থিত হিলেন অভিনেতা বিশ্বজিৎ দাস, অংশু বচ প্রমুখ।
অংশু জানালেন, ‘আমরা শুট লাস্ট ইয়ারই করেছিলাম। কিন্তু লকডাউন, এই রেস্ট্রিকশনের জন্য উই কুড নট ফিনিশ দ্য ফিল্ম। ঠিকভাবে সবকিছু হতে পারেনি। তবে শুটিং শেষ হল। যা শুনছি এপ্রিলে রিলিস। আজকে ডাবিং ও শেষ হল। উই আর ভেরি এক্সাইটেড।’
অভিনেতা বিশ্বজিৎ ঘোষ জানালেন, ‘ভালো লাগছে। এডিটএফএক্স তো পুরনো জায়গা। আজকের ডাবিং তো পুরোটাই হয়ে গেল। অসাধারণ একটা টিমের সঙ্গে কাজ করলাম। আজ ডাবিং-এও হাসাহাসির মধ্যে দিয়ে পুরো ডাবিং হয়ে গেল।’
আরও পড়ুনঃ বাড়িতে কীটনাশক খেয়ে আত্মঘাতী প্যারোলে মুক্তি পাওয়া বন্দি
আরও পড়ুনঃ চার পুরনিগমে শুরু ভোটগ্রহণ
- More Stories On :
- Jatugriho
- Dubbing
- Anshu Bach
- Biswajit Ghosh