২০১৮ সালে ‘হামি’ বিপুল সাফল্য লাভ করে। সেদিক মাথায় রেখেই ‘হামি-২’ নিয়ে আসছে উইন্ডোজ প্রোডাকশন হাউস। পরিচালক ও অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবরটি জানিয়েছেন। তিনি ‘হামি’২-র লাল্টুর ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন,"তৃতীয়বার লাল্টু। পদবী ও পেশা চমক রইল। কাল থেকে শ্যুটিং শুরু। আশীর্বাদ করুন যেন আপনাদের মন রাখতে পারি। সবার জন্য রইল অনেক হামি।" গতকাল এই পোস্টটি তিনি করেন। অর্থাৎ আজ থেকে শুরু হল এই ছবির শুটিং। ২০২০ সালের মার্চ মাসে ‘হামি-২’র শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনার জন্য শুটিং এর তারিখ পিছিয়ে যায়। অবশেষে ২০২১ এর শেষে এই ছবির শুটিং শুরু করল উইন্ডোজ প্রোডাকশন।
এর আগে ‘হামি’ তে ভুতুর বাবা লাল্টু বিশ্বাস এবং ‘রামধনু’ তে লাল্টু দত্তর চরিত্রে অভিনয় করেছেন শিবপ্রসাদ। ছাপোষা বাঙালির চরিত্রে তাকে দর্শকরা যথেষ্ট পছন্দ করেছেন। শোনা যাচ্ছে ‘হামি’ তে যারা অভিনয় করেছেন ‘হামি-২’ তেও তারাই রয়েছেন।
উইন্ডোজ প্রোডাকশনের ২০২২ এ অনেকগুলো ছবি তাদের পাইপলাইনে রয়েছে। ফেব্রুয়ারি- 'বাবা বেবি ও', ২০ মে - 'বেলা শুরু', ১৭ জুন - 'লক্ষ্মী ছেলে' এবং সব ঠিক থাকলে, আগামী বছর বড়দিনে অর্থাৎ ২৩ ডিসেম্বর মুক্তি পাবে 'হামি ২'।
- More Stories On :
- Haami 2
- Feature film
- Bengali