সলমন খানের ভগ্নীপতি আয়ুশ শর্মার চলচ্চিত্র 'অন্তিম'। যে ছবিতে অভিনয় করতে দেখা যাবে সলমন কেও। এই ছবিরই প্রথম গান মুক্তি পেয়েছে। ছবিতে বরুণ ধাওয়ানকেও স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। বরাবরের মতোই ছবির জন্য অপেক্ষা করে রয়েছেন সলমনের ভক্তরা। এই গানটি মুক্তির কয়েক ঘন্টার মধ্যেই প্রচুর ভিউ হয়েছে কিছুদিন আগে এই গানের ট্রেলার মুক্তি পেয়েছে। আজ পুরো গানটি রিলিজ করা হয়েছে। শ্রোতাদের মন ছুঁয়ে গেছে এই গান। নাম থেকেই বোঝা যাচ্ছে, এই গানটি তৈরি করা হয়েছে 'বিঘ্নহর্ত' অর্থাত্ গণপতি বাপ্পা এবং গণেশ চতুর্থীও আসতে চলেছে। এমন পরিস্থিতিতে গানটি বেশি পছন্দ হওয়ার সম্ভাবনা রয়েছে। গানটি মূলত বরুণ ধাওয়ানের উপর শুট করা হয়েছে কিন্তু সালমান খান এবং আয়ুশ শর্মাকেও মাঝখানে দেখা যায়।
এই গানটি গেয়েছেন অজয় গোগাওয়ালে। গানটিতে বরুণের নৃত্য চালনা এখন থেকে অনেক পছন্দ করা হচ্ছে। কিছুদিন আগে মুক্তি পেয়েছে সালমানের ছবির পোস্টার। ছবিতে সালমান খান একজন পুলিশ অফিসার হয়েছেন এবং আয়ুশ শর্মা একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করছেন। এই প্রথম সালমান এবং আয়ুশ একসঙ্গে কাজ করছেন। এই ছবিটি একটি মারাঠি ছবির উপর ভিত্তি করে তৈরি। এটি পরিচালনা করেছেন বিখ্যাত পরিচালক মহেশ মাঞ্জরেকর।