সান বাংলার সবথেকে জনপ্রিয় ধারাবাহিক 'অগ্নিশিখা'। প্রথম দিন থেকেই এই ধারাবাহিক দর্শকদের মন জয় করে চলেছে। সেই ধারাবাহিক এবার ২০০ তম এপিসোডে পা দিল। স্বাভাবিকভাবেই বেশ খুশির খবর কলাকুশলী থেকে শুরু করে দর্শকদের মধ্যে। এই ২০০ তম এপিসোড সেলিব্রেট হল 'অগ্নিশিখা'-র সেটে। উপস্থিত ছিলেন পরিচালক, অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে বাকীরাও।
এই বিশেষ দিনে দারুণ একটা কেক আনা হয়। কেকের মধ্যে বিক্রম ও শিখার ছবি। সেখানে লেখা রয়েছে 'সেলিব্রেটিং ২০০ এপিসোডস।' আসলে যেকোনো ধারাবাহিকের পক্ষে ২০০ তম এপিসোড পূর্ণ করা তো দারুণ একটা অ্যাচিভমেন্ট।
২০০ তম এপিসোড নিয়ে ধারাবাহিকের বিক্রম অর্থাৎ অভিনেতা শৌর্য ভট্টাচার্য জানালেন,'টেলিভিশনে আমার প্রথম প্রোজেক্ট। আর এই প্রোজেক্ট ২০০ তম এপিসোড ক্রস করল। ফলে দারুণ একটা অনুভূতি হচ্ছে। পুরো টিম মিলে খুব ভালো কাজ করেছি বলেই এটা সম্ভব হয়েছে।' তিনি আরও জানালেন,'এটা সবে শুরু। আগামী দিনে আমাদের আরও ভালো কাজ করতে হবে। আরও অনেক মাইলস্টোন পূরণ করতে হবে আমাদের। অগ্নিশিখা টিমের জন্য অনেক অনেক শুভেচ্ছা।'
- More Stories On :
- Agnishikha
- 200 episode
- Celebration