‘আবার কাঞ্চনজঙ্ঘা’ ছবির গান প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ছবির অভিনয় ও গানের সঙ্গে জড়িত কলাকুশলীরা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা। টলিউডের বর্ষীয়ান অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে তাঁকে স্মরণ করে দু মিনিট নিরবতা পালন করা হয়।
‘আবার কাঞ্চনজঙ্ঘা’র কাহিনি ও পরিচালনা রাজর্ষি দে-র। পদ্মনাভ দাশগুপ্তের চিত্রনাট্যে পাহাড়ের প্রেক্ষাপটে, সম্পর্কের জটিল রসায়ন ঘিরে এগোয় গল্প। গানগুলি গেয়েছেন রূপঙ্কর বাগচী, অনুপম রায়, জয়তী চক্রবর্তী এবং উজ্জয়িনী। ছবিতে দু’টি রবীন্দ্রসঙ্গীত— জয়তীর কণ্ঠে ‘দেখো সখা ভুল করে ভালোবেসো না’ এবং রূপঙ্করের গাওয়া ‘মেঘ বলেছে যাবো যাবো’ এক আলাদা স্বাদ আনে। অনুপম রায়ের কণ্ঠে “টয়ট্রেন” গানটি যেন দার্জিলিঙের স্মৃতি, পাহাড়-প্রেম আর ছোটবেলার জিয়নকাঠি। ছবিতে বিশেষ আকর্ষণ দূর্বা সেন বন্দ্যোপাধ্যায়ের লেখা “পাহাড়ের গান”। এটি শোনা যাবে উজ্জয়িনী মুখার্জীর কণ্ঠে।
গান প্রকাশের অনুষ্ঠানে ‘মেঘ বলেছে যাবো যাবো’ গানটি গাইলেন রূপঙ্কর বাগচী। মিউজিক ডিরেক্টর আশু এদিন জানালেন, 'পাহাড়কে ঘিরে যেহেতু পুরো কেমিস্ট্রি তাই আমার মিউজিকটাও সেটা নিয়েই। আমার নিজের কম্পোজ করা দুটো গান রয়েছে। একটি টয়ট্রেন ও একটি পাহাড়ের গান। দুটো রবীন্দ্র সঙ্গীত একটা জয়তি দি ও একটা রূপঙ্কর দা গেয়েছেন। ছবিটায় যেভাবে গানগুলো ব্যবহার করা হয়েছে সেইভাবেই আমার অ্যারেঞ্জ করা।’
আরও পড়ুনঃ পাঁচ দিনে চার বার! আবার বাড়ল জ্বালানির দাম
- More Stories On :
- Abar Kanchanjungha
- Bengali Feature Film
- Music Launch