ফের জম্মুর আকাশে পাক ড্রোন। শুক্রবার খুব ভোরে জম্মুর আরনিয়া সেক্টরে ড্রোনটি দেখা গিয়েছে। সেনা সূত্রে খবর, পাকিস্তানের (Pakistan) দিক থেকে ড্রোনটি (Drone) আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল। সতর্ক ছিল বিএসএফ। দেখামাত্রই ড্রোনের উপর গুলি চালায় বিএসএফ কর্তারা। সঙ্গে সঙ্গে পাকিস্তানের দিকে ফিরে যায় ড্রোনটি।
আরও পড়ুনঃ আধপোড়া-নগ্ন মহিলার মৃতদেহ উদ্ধার বর্ধমানে, তদন্তে পুলিশ
প্রসঙ্গত, জম্মু বিমানবন্দরের এয়ারফোর্স স্টেশনে বিস্ফোরক হামলার পরেও একাধিকবার জম্মুর আকাশে দেখা গিয়েছে ড্রোন (Drone)। বুধবার ভোর রাতে দুবার কালুচক ও কুঞ্জয়ীনী এলাকায় ড্রোনের দেখা মিলেছে, সেনা সূত্রে এমনটাই খবর। বিগত চারদিনে প্রায় সাতটি ড্রোনের হদিশ মিলেছে জম্মুতে।
ইতিমধ্যেই এই নিয়ে রাষ্ট্রসঙ্ঘে (United Nations) এই ড্রোন হামলা নিয়ে মুখ খুলেছে ভারত। একই সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধেও সুর চড়িয়েছে নয়াদিল্লি। এই ধরনের নাশকতা যে ভবিষ্যতের জন্য বড় বিপদ, তা উল্লেখ করেই সরব হয় ভারত। অন্যদিকে, সীমান্ত-সহ জম্মুতে জারি হয়েছে হাই অ্যালার্ট। উল্লেখ্য, সহজলভ্য ড্রোনের কারণে সীমান্তে উদ্বেগ বাড়ছে বলে জানিয়েছেন সেনাপ্রধান নারবানে। আর গত কয়েকদিন ক্রমাগত পাক ড্রোনের ঘোরাফেরায় সীমান্তরক্ষীবাহিনীর মধ্যে তৎপতা বেশি দেখা দিয়েছে।
- More Stories On :
- Jammu Arnia sector
- Pak drone
- BSF alart at border