আহমেদাবাদ বিমান দুর্ঘটনার স্মৃতি এখনও মানুষের মনে টাটকা। ঠিক এই সময়েই নতুন করে উদ্বেগ বাড়াল এয়ারবাস। ইউরোপের এই বিমান প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে, সৌর বিকিরণের প্রভাবে তাঁদের তৈরি বহুল ব্যবহৃত এ৩২০ যাত্রীবাহী বিমানের সফটওয়্যারে সমস্যা দেখা দিতে পারে। এই প্রযুক্তিগত ত্রুটি বড়সড় দুর্ঘটনার কারণও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিশ্বজুড়ে প্রায় ৬ হাজার এ৩২০ বিমানের সফটওয়্যার আপডেট করার কাজ শুরু করেছে এয়ারবাস।
এর প্রভাব পড়েছে ভারতেও। জানা গিয়েছে, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া-সহ বিভিন্ন বিমান সংস্থার মোট প্রায় ৫৬০টি এ৩২০ বিমান দেশে চলাচল করে। এর মধ্যে অন্তত ২৫০ থেকে ৩০০টি বিমানে সফটওয়্যার আপডেট প্রয়োজন বলে জানানো হয়েছে। সেই কারণেই আপাতত বহু বিমানের উড়ান স্থগিত রাখা হয়েছে। স্বাভাবিকভাবেই দেশের বিভিন্ন প্রান্তে বিমান পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এয়ারবাস জানিয়েছে, সৌর বিকিরণের কারণে বিমানের সফটওয়্যারে গলদ দেখা দিতে পারে। এই সমস্যা দূর করতে অবিলম্বে সফটওয়্যার আপডেট করতে হবে। পাশাপাশি, কিছু ক্ষেত্রে হার্ডওয়্যারের পুনর্বিন্যাসও প্রয়োজন হতে পারে। এই কারণেই বিশ্বজুড়ে প্রায় ছয় হাজার বিমানের জন্য সতর্কতা জারি করা হয়েছে।
ইন্ডিগো জানিয়েছে, এয়ারবাসের প্রযুক্তিগত পরামর্শ মেনে সম্পূর্ণ সুরক্ষা বিধি বজায় রেখে তাদের বিমানের আপডেটের কাজ চলছে। এই সময় কিছু উড়ানের সময়সূচিতে সামান্য পরিবর্তন হতে পারে। অন্যদিকে এয়ার ইন্ডিয়ার তরফেও জানানো হয়েছে, তারা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সফটওয়্যার আপডেট শুরু করেছে। সংস্থার অধিকাংশ বিমান এতে প্রভাবিত না হলেও কিছু উড়ানে বিলম্ব বা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।
- More Stories On :
- Airbus A320
- Technical Problem

