কেটে গিয়েছে মেঘ। বইতে শুরু করেছে উত্তুরে হাওয়াও। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, শীতের এই নয়া ইনিংস দীর্ঘায়িত হবে। কলকাতা-সহ আশপাশে শীত-শীত ভাব বজায় থাকবে আগামী কয়েকদিন। রবিবার মেঘ কেটে যেতেই উত্তর-পশ্চিম দিক থেকে আসা কনকনে হাওয়া এক ধাক্কায় নামিয়ে এনেছে কলকাতা-সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা। জাঁকিয়ে শীত পড়েছে বাঁকুড়া, বীরভূম, বর্ধমান ও মুর্শিদাবাদেও।
আরও পড়ুন ঃ হোটেল থেকে সংকটজনক অবস্থায় যুবক- যুবতী উদ্ধার
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৭২ ঘণ্টাও আরও নামবে তাপমাত্রা। আগামী ৩-৪দিনের মধ্যে কলকাতার তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রিতে নামার সম্ভাবনা। জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৫ ডিগ্রির নীচে। মেঘ কেটে যাওয়ায় দাপট দেখাবে উত্তুরে হাওয়া। সব মিলিয়ে আগামী কয়েকদিন চুটিয়ে শীতের আমেজ উপভোগ করার অপেক্ষায় রয়েছে শীতপ্রিয় বাঙালিরা।
- More Stories On :
- Winter
- West bengal