নিজের স্বার্থ - পরিবারের স্বার্থ না দেখে সকলকে নিয়ে চলুন। কারও নাম উল্লেখ না করে এই বার্তা দিয়ে বুধবার ফের জল্পনার সৃষ্টি করলেন তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিন সন্ধ্যেবেলায় তিনি জ্যাংড়া গোবিন্দনিবাসে আমরা সবাই ক্লাবের ২২ তম বর্ষের বিখ্যাত কালীপুজোর উদ্বো্ধন করেন। তিনি এদিন বলেন , আমি আমি নয় , আমরা। নিজের স্বার্থ , পরিবারের স্বার্থ না দেখে সকলকে নিয়ে চলতে হবে। আপনাদের সেবক শুভেন্দু সবসময় আপনাদের পাশে থাকবে।
আরও পড়ুন ঃ শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ তিন নেতার নিরাপত্তারক্ষী প্রত্যাহার
প্রসঙ্গত , গত মঙ্গলবারই নন্দীগ্রামে সভা করে এসেছেন পূর্ণেন্দু বসু। বক্তব্যের মাঝে তিনি কয়েকবার শুভেন্দুর নাম মুখে এনেছিলেন। তাই রাজনৈ্তিক মহল মনে করছে , জ্যাংড়ায় এসে শুভেন্দুর মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ , ওই এলাকার তৃণমূল বিধায়ক পূর্ণেন্দু বসু।
- More Stories On :
- Shuvendu Adhikari
- শুভেন্দু অধিকারী
- kalipuja
- কালীপুজো
- jangra
- জ্যাংড়া
- Purnendu Basu
- পূর্ণেন্দু বসু