দুটি ছাদ খোলা দোতলা বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্ন থেকে দুটি হুডখোলা বাসের উদ্বোধন করেন তিনি। জানালেন, “সপ্তমী থেকে এই দুটি বিশেষ বাস বুকিং করতে পারবেন সকলে। এই দুটি বাসে করে কলকাতার ঐতিহ্যশালী জায়গাগুলি দেখতে পাবেন সাধারণ মানুষ-পর্যটকরা। ভিক্টোরিয়া, ন্যাশনাল লাইব্রেরি, চিড়িয়াখানা, নবান্ন-সহ কলকাতার সমস্ত ঐতিহাসিক দেখাবে বাসটি। সময় লাগবে মাত্র ২ ঘণ্টা। তবে পরবর্তীতে বাসের চাহিদা বুঝে সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেবে পর্যটন দপ্তর। কাল থেকে শুরু বুকিং।”
আরও পড়ুন ঃ সাতসকালে বেলেঘাটায় তীব্র বিস্ফোরণ , এলাকায় চাঞ্চল্য
জানা গিয়েছে, প্রতিদিন সকাল ১০.৩০ টায় ছাড়বে প্রথম বাসটি। সফর শেষে ফিরবে বেলা ১.৩০ টায়। দ্বিতীয় বাসটি বেলা ১১.৩০ মিনিটে রওনা হবে গন্তব্যের উদ্দেশে। সেটি ফিরবে বেলা ২. ৩০ মিনিটে। টিকিট বুক করা যাবে অনলাইনে। এই বাসের মাধ্যমে চাকুরি প্রার্থীদের কাজের ব্যবস্থাও হবে বলে জানান তিনি। এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, হাওড়ার উলুবেড়িয়াতে অ্যমাজনের একটি লজিস্টিক হাব করা হয়েছে। যেখান থেকে পূর্ব ও উত্তর পূর্বে পরিষেবা দেওয়া হবে। সেখানে নিয়োগ করা হচ্ছে ২,০৫০ জনকে। পাশাপাশি, এদিনও সকলকে সতর্কভাবে পুজো উদযাপন করতে বলেন মুখ্যমন্ত্রী। করোনা বিধি উপেক্ষা করে নয়, সমস্তরকম নিয়ম মেনেই দেবী আরাধনায় শামিল হতে হবে। সর্বদা মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের পরামর্শও দেন তিনি।
- More Stories On :
- Cm
- Double decker bus