আজ ভাইফোঁটা। সকাল হতেই উৎসবের মেজাজে আপামর বাঙালি ভাইবোনেরা পালন করছে ভ্রাতৃ দ্বিতীয়া। রাজনীতির নেতানেত্রীরা এই উৎসবে মেতে উঠেছে।
৮৫ বছর বয়সে প্রয়াত বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। কিন্তু তিনি বিভিন্ন ছায়াছবির মধ্যে সকলের কাছে অমর হয়ে থাকবেন। ৩০০ -র অধিক চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। তার প্রয়াণে শোকস্তব্ধ চলচ্চিত্র শিল্পী , কলাকুশলী থেকে শুরু করে ভক্তরা। কারণ, তিনি কারও কাছে সৌমিত্রবাবু, কারও কাছে আবার শুধুই সৌমিত্র। কেউ ছিলেন অপুর অপর্ণা, কেউ অমূল্যর মৃণ্ময়ী, কেউ আবার অমলের চারুলতা। পর্দায় এভাবেই বারবার তিনি তাঁর মহামূল্যবান প্রতিভার বিকাশ ঘটিয়েছেন।
সামনেই কালীপুজ়ো। তার আগে প্রতিবারের মতো পুজো উদ্বোধনে নেমে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যো্পাধ্যায়। তিনি এদিন শহরের একাধিক কালীপুজোর উদ্বোধন করেন।
এবার কলকাতায় সুইজারল্যান্ড । ভাবছেন তো কি করে সম্ভব ? সম্ভব করতে চলেছেন টলিউড অভিনেতা জিৎ । এবারের দিওয়ালিতে মুক্তি পেতে চলেছে নতুন বাংলা ছবি সুইজারল্যান্ড। ছবিটির প্রযোজনা করছেন টলিউডের এই সুপারস্টার।
আজ বলিউডের হার্টথ্রব শাহরুখ খানের ৫৫ তম জন্মদিন। তাঁর জন্মদিন উপলক্ষ্যে টুইট করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর সুস্থ শরীর কামনা করেন। জীবনের সব ক্ষেত্রে সাফল্য কামনা করেন।
ফের দর্শকদের মন জয় করে নিলেন কোয়েল মল্লিক। গত বছর মিতিন মাসি হিট হওয়ার পর এই বছর ফের তার ছবি হিটের পথে।
কেমন কাটল রাজ্যের সেচ ও পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী-র দুর্গা পুজো? দেখে নেওয়া যাক এক নজরে
করোনা আবহে দীর্ঘদিন বন্ধ ছিল রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্র। ইতিমধ্যে হোটেল এবং পর্যটন কেন্দ্রগুলি খুলে গিয়েছে। এই পুজোতে করোনা বিধি মেনে দার্জিলিং ঘুরে আসা যেতেই পারে।