ইংরাজির ১৭৫৯ সালে কলকাতা হাইকোর্টের বিচারক হরিনারায়ন মূখোপাধ্যায় তৎকালীন পূর্ব-বর্ধমান জেলার কালনা মহুকুমার ভবানন্দপুর গ্রামে শুরু করলেন পারিবারিক দুর্গা পূজোর। সেই সময় ভবানন্দপুর গ্রামের পাশাপাশি বিস্তীর্ণ এলাকায় দুর্গা পূজোর কোনও চল ছিলোনা। সেই হিসাবে ওই অঞ্চলে হরিনারায়ন মূখোপাধ্যায়-ই দুর্গা পূজোর প্রবর্তক। কালনা থেকে প্রায় ৬ কি.মি. দূরে অবস্থিত ভবনন্দাপুর গ্রাম। রেলপথে 'বর্ধমান-হাওড়া' মেন লাইনের বৈঁচি স্টেশন ও 'কাটোয়া-হাওড়া' লাইনের কালনা স্টেশন থেকে নেমে এই গ্রাম যাওয়া এক প্রকার দূর্গমই ছিলো। যাতায়াতের প্রধান মাধ্যম ছিলো গরুর গাড়ি।
নান্দনিক উদ্যোগে, পূর্ব রেল ব্যারাকপুর স্টেশনের চারপাশের বাইরের দেওয়ালগুলিতে রঙিন চিত্রকর্মের এক বর্ণিল সমারোহে সাজানোর আয়োজন করে এক বর্ণময় যাত্রার পথে এগিয়ে চলেছে। শুধুই রেল স্টেশনের সঙ্গে এই শহরের সংযোগ আরও সুদৃঢ় করা নয়, এটি হুগলি নদীর তীরে অবস্থিত এই মনোরম উপশহরের সমগ্র অঞ্চলের নান্দনিক মূল্য বৃদ্ধি করার ক্ষেত্রেও কার্যকরী ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।