কুনাল মুখোপাধ্যায় ও তাঁর সহধর্মিনী অবন্তিকা মুখোপাধ্যায় জনতার কথার মাধ্যমে উজ্জ্বল কুমার বন্দ্যোপাধ্যায়, তরুণ বন্দ্যোপাধ্যায়, জ্যোতির্ময় বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় গাঙ্গুলী, শুভেন্দু বন্দ্যোপাধ্যায়, অরিন্দম চট্টোপাধ্যায়, কৌশিক লায়েক, অয়ন চট্টোপাধ্যায়, রিঙ্কু চট্টোপাধ্যায়, শুভ্রা চক্রবর্তী, সূপর্ণা গোস্বামী, সুব্রতা লায়েক, সুচেতা চক্রবর্তী, সমাপ্তি বন্দ্যোপাধ্যায়, তনিমা গুহঠাকুরতা, দেবাশিস চট্টোপাধ্যায়, দেবাশিস গোস্বামী, সুজিত চক্রবর্তী, সিদ্ধার্থ্য চক্রবর্তী, বিপিন লায়েক, সজল বন্দ্যোপাধ্যায়, তমাল গুহঠাকুরতা, ইন্দ্রানী গাঙ্গুলী, কৃষ্ণা ও মিঠু বন্দ্যোপাধ্যায়, মৌমিতা, আভেরী ও রিয়া চট্টোপাধ্যায়, মুনমুন বন্দ্যোপাধ্যায়, সুদীপ্তা লায়েক সহ পরিবারের সকলকে আন্তরিক ভালোবাসা জানিয়েছেন। তিনি জানান, সবাই মিলে এগিয়ে না এলে এত বড় কর্মকান্ড এত সুষ্ঠভাবে সম্পন্ন করা সম্ভব হত না। কুনাল মুখোপাধ্যায় বলেন, কর্মব্যস্ততা বা শারীরিক করনে যাঁরা এবারের পূজোয় উপস্থিত হতে পারেননি তাঁদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন, সুদুর আমেরিকা প্রবাসী সুরজিৎ বন্দ্যোপাধ্যায় সহ সুমন বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় ও আচিন চট্টোপাধ্যায়-কে ধন্যবাদ জানান। তিনি বলেন তাঁরা আসতে না পারলেও সদা সর্বদা আমাদের পাশে থেকেছেন।