আসানসোল দক্ষিণে জোরকদমে চলছে তৃণমূলের তারকা সায়নী ঘোষের প্রচারপর্ব।
সোমবার সকালে ক্রীড়া জনপ্রিয় সঞ্চালিকা সঞ্জনা গণেশনের সঙ্গে একেবারে পঞ্জাবি নিয়ম মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন যশপ্রীত বুমরা
১৪ মার্চ নন্দীগ্রাম দিবস উপলক্ষে কলকাতায় মহামিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই এদিন ছিলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়
নন্দীগ্রামের বটতলায় সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী কাল, বুধবার মনোনয়নপত্র জমা দেবেন তৃণমূলনেত্রী।
টলিউডের একাধিক মুখ এবার তৃণমূলের টিকিটে বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। বেশ কয়েকজন মন্ত্রী ও হেভিওয়েট নেতা-নেত্রীকে প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস। টিকিট না পেয়ে কেউ কেউ ক্ষোভপ্রকাশও করেছেন।
এক ঝলক দেখলে আপনি আন্তর্জাতিক বিমানবন্দর ভেবে ভুল করবেন-ই। না এটা কোন আন্তর্জাতিক বিমানবন্দর নয়, নয় কোনো পাঁচতারা হোটেল।
আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে যে উন্নয়নকার্যে নেমেছে মমতা সরকার, তাতে জোর দেওয়া হচ্ছে পর্যটন কেন্দ্রগুলিতেও। এই নতুন ভাসমান রেস্তোরাঁর নামকরণ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফরাসি পর্যটকদের পাশাপাশি স্থানীয় মানুষদেরও আকর্ষিত করতে নানা চমকের কথা পরিকল্পনা করা হচ্ছে।
ষোলো তম বিধানসভা-র অন্তিম দিনের ফটোগ্রাফি চলছে বিধসানসভা প্রাঙ্গণে। উপস্থিত সকল বিধায়কগন।
উত্তরবঙ্গ সফরে এসে মঙ্গলবার আদিবাসীদের গণবিবাহ অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। ৪ দিনের সফরে আজ দ্বিতীয় দিনে আজ ফালাকাটায় আদিবাসীদের গণবিবাহ অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। ৪৫০ আদিবাসী তরুণ-তরুণীর গণবিবাহ অনুষ্ঠিত হয় ফালাকাটায়। নবদম্পতিদের হাতে মুখ্যমন্ত্রী উপহার তুলে দেন। এ-ছাড়াও আজ এই অনুষ্ঠানে কিছু সরকারি পরিষেবা প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা। এবারের ২০২১-এর বিধানসভা উত্তরবঙ্গ তৃণমূলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ২০১৬ লোকসভা ভোটে এখানে ৮টি আসনের মধ্যে একটা আসনও পায়নি তৃণমূল কংগ্রেস।
“ডিজিটাল মাধ্যম” পড়াশোনা, গান শোনা সহ দৈনন্দিন কাজ যে ভাবে মানব সভ্যতার রন্ধ্রে রন্ধ্রে জেঁকে বসেছে, বই পড়াটা যেন আজ এক বিলাসিতা । পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের যৌথ উদ্দ্যোগ যেন সেই নেশাটাকে জাগিয়ে তোলার জন্য এক আভুতপূর্ব প্রয়াস নিলো । নিগমের পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবসের বিশেষ উপহার শিশু এবং প্রাপ্তবয়স্ক জন্য উত্সর্গীকৃত “ইয়ং কলকাতা বোট লাইব্রেরি” এটি একটি ভাসমান লাইব্রেরি। জলে নৌকা বিহার করতে করতে বই পড়ার আনন্দ।
শহর কলকাতার আমন্ত্রিত দর্শকদের উপস্থিতিতে শব্দ ও আলোর এক অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শনী নেতাজির জীবন ও তাঁর কাজ আধারিত ইতিহাস প্রাণবন্ত করে ফুটিয়ে তোলা হল। একুশ শতকীয় প্রযুক্তি দ্বারা তৈরি ২২ মিনিটের এই ‘প্রোজেকশন ম্যাপিং’ দর্শকদের মোহিত করে দিয়েছে।
মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ উৎসবের নাম যাই হোক না-কেন, পিঠের স্বাদ না পেলে উৎসবের স্বাদ ফিকে হতে বাধ্য। তাই তো পৌষ পার্বণের বেশ কিছুদিন আগে থেকেই পিঠে তৈরির আয়োজন জোরকদমে শুরু হয়ে যায়। তবে বর্তমানে অনেকেই সময়ের অভাব বা অলসতার জন্য বাইরে থেকে পিঠে কিনে আনতেই স্বচ্ছন্দ বোধ করেন।
আপামর বিশ্ববাসী তথা দেশবাসীর বছরভর একটাই আবেদন ছিল কবে শেষ হবে ২০২০। এ যেন বিশে বিষ। বিষাক্ত বছর। ২০২০-তে একদিকে করোনা মহামারী মানুষের স্বাভাবিক জীবন অতিষ্ঠ করে ছেড়েছে। লকডাউনের চক্করে কাজ হারিয়েছেন কোটি কোটি মানুষ। প্রাণ গিয়েছে হাজার হাজার মানুষের। এরই মধ্যে আমরা হারিয়েছি প্রথিতযশা একাধিক ব্যক্তিত্বকে। রাজনৈতিক, শিল্পজগত, ক্রীড়াজগৎসহ সমস্ত জগতের বহু দিকপাল আমাদের ছেড়ে চলে গিয়েছেন। এক ঝলকে দেখে নেওয়া যাক সেই তারকাদের তালিকা। ছবি ফেসবুক ও গুগল থেকে সংগৃহীত।
রবিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পুরুষদের দশকের সেরা টি -২০, একদিনের এবং টেস্ট দল ঘোষণা করে। ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি-র নাম টি -২০ ও একদিনের অধিনায়ক হিসাবে বিবেচনা করা হয়। উল্লেখযোগ্য ভাবে টি-টোয়েন্টি-তে ভারতের চারজন খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়, দশকের সেরা একদিনের দলেও চারজন ভারতীয় ক্রিকেটার নাম রয়েছে।
বোলপুরের জামবুনির জনসভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এই কুঠিবাড়ি অবশ্য রবি ঠাকুরের জীবনের বড় অংশজুড়ে ছিলেন। রবীন্দ্রনাথের দাদু প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ১৮০৭ সালে এই অঞ্চলের জমিদারি পান।
শীতের গন্তব্য পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। পাহাড়ের অপরূপ সৌন্দর্য আপনাকে মোহিত করে দেবে। তাঁবু খাটিয়েও অনায়াসে রাত কাটাতে পারেন।
সোমবার বাঁকুড়ার খাতড়ায় একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন তিনি। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবও।
অস্ত্রোপচার সফলভাবেই সম্পন্ন হয়েছে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের। শুক্রবার তাঁকে দেখতে হাসপাতালে আসেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্য নেতানেত্রীরা।
আগামী বছর অর্থাৎ ২০২১ সালের জানুয়ারি মাসেই দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রেল পরিষেবা চালু হতে চলেছে।