Payel Mukherjee : পায়েল মুখার্জীর হিন্দি সিনেমা বিশেষ সম্মানে ভূষিত
অভিনয় জগতের পরিচিত মুখ এখন পায়েল মুখার্জী। কলকাতা ও বাংলাদেশের বেশ কিছু প্রজেক্টে অভিনয় করছেন তিনি। তাঁর আগামী মুক্তি পেতে চলা সিনেমা ইন্দ্রদীপ দাশগুপ্তর ছবি আগন্তুক। এছাড়া ক্লিকের একটি ওয়েব সিরিজ কালিম্পং ক্রাইমস এবং মালায়ালাম শর্ট ফিল্ম ইভা তেও অভিনয় করেছেন।আরও পড়ুনঃ উইম্বলডনের ফাইনালে জকোভিচের সামনে ইতালির বেরেত্তিনিতবে এতগুলো কাজের মধ্যে তাঁর কাছে সবথেকে বড় ব্রেক হিন্দি প্রোজেক্টে অভিনয় করা। সম্প্রতি তাঁর হিন্দি ওটিটি লাল মিরচির শুটিং ছিল জয়পুরে। গতবছর WOH 3 DIN নামে একটি হিন্দি ফিচার ফিল্মে অভিনয় করেন। যেখানে তাঁর চরিত্রের নাম ছিল রূপা। সঞ্জয় মিশ্র, চন্দন রায় সান্যাল এদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি।আরও পড়ুনঃ আতঙ্ক ছড়াচ্ছে করোনার দোসর জিকা ভাইরাসরাজ আশুর পরিচালিত এই সিনেমাটি ফ্যালকন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিচার ফিল্মের পুরস্কার জিতল। এই প্রসঙ্গে পায়েল জানালেন,আওয়ার্ড যেকোন অভিনেতাকেই মোটিভেট করে। তবে আমি অপেক্ষা করে আছি হল রিলিজের জন্য। দর্শকদের থেকে কি ফিডব্যাক পাওয়া যায় সেটা দেখার জন্য আগ্রহী।

