শেষমেশ বাংলায় ১৯ লোকসভা আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। তবে এখনও ৪ আসনের ঘোষণা বাকি রইল। রবিবারে রাতে দিল্লিতে বিজেপির সদর দফতরে ঘোষণা করা হয় এই তালিকা। প্রত্যাশা মতোই প্রার্থী করা হয়েছে তৃণমূল থেকে বিজেপিতে আসা তাপস রায় এবং অর্জুন সিংকে। প্রার্থী করা হয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।
বড় চমক হিসাবে কৃষ্ণনগরে প্রার্থী করা হয়েছে রাজপরিবারের রাজমাতা অমৃতা রায়কে। দমদমে প্রার্থী করা হয়েছে বারাকপুরের প্রাক্তন বিধায়ক শীলভদ্র দত্তকে। দক্ষিণ কলকাতা থেকে প্রার্থী করা হয়েছে রায়গঞ্জের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীকে। মেদিনীপুরের সাংসদ দিলীপকে পাঠানো হয়েছে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে।
একনজরে ১৯ কেন্দ্রে বিজেপির প্রার্থী তালিকা
উত্তর কলকাতা – তাপস রায়
দক্ষিণ কলকাতা- দেবশ্রী চৌধুরী
দমদম – শীলভদ্র দত্ত
ব্যারাকপুর – অর্জুন সিং
বর্ধমান-দুর্গাপুর – দিলীপ ঘোষ
বর্ধমান পূর্ব – অসীম সরকার
মেদিনীপুর – অগ্নিমিত্রা পাল
রায়গঞ্জ – কার্তিক পাল
শ্রীরামপুর – কবীর শঙ্কর বোস
আরামবাগ – অরূপকান্তি দিগার
তমলুক – অভিজিৎ গঙ্গোপাধ্যায়
বসিরহাট – রেখা পাত্র
বারাসত – স্বপন মজুমদার
কৃষ্ণনগর – অমৃতা রায়
জলপাইগুড়ি – জয়ন্ত রায়
দার্জিলিং – রাজু বিস্তা
জঙ্গিপুর – ধনঞ্জয় ঘোষ
মথুরাপুর – অশোক পুরকাইত
উলুবেড়িয়া – অরুণ উদয় পাল চৌধুরী
আরও পড়ুনঃ দ্বিতীয় দফায় ৪ প্রার্থীর নাম ঘোষণা করতে ঘটা করে সাংবাদিক বৈঠক সিপিএমের
আরও পড়ুনঃ রঙের স্পর্শে ইতিহাসের জীবন্ত চিত্রকথন, পূর্ব রেলের উদ্যোগে আপ্লুত সকলেই
- More Stories On :
- BJP
- Candidates
- West Bengal
- General Election
- Dilip Ghosh
- Abhijit Gangully
- Amrita Roy