উদ্বেগ বাড়িয়ে করোনা সংক্রমণের শীর্ষে কলকাতা ও উত্তর ২৪ পরগণা
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা হয়েছেন ৪ হাজার ১৪৮ জন। এদিন বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লক্ষ ৪৫ হাজার ৫৭৪ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ৫৯ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।এর ফলে রাজ্যে মোট মৃ্তের সংখ্যা বেড়ে হল ৬ হাজার ৪২৭ জন। যদিও একদিনে করোনা জয় করে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৭৫৩ জন। ফলে সুস্থ হলেন মোট ৩ লক্ষ ২ হাজার ৩৪০ জন। সুস্থতার হার ৮৭.৪৯ শতাংশ। এদিন আরও ৪৪ হাজার ৭২৪ টি নমুনা পরীক্ষা হয়েছে । এখনও পর্যন্ত রাজ্যে মোট ৪২ লাখ ৫৫ হাজার ৮০১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে । আরও পড়ুনঃ করোনা সংক্রমণের নিরিখে এগিয়ে কোন কোন জেলা ? অন্যদিকে , পুজো্র মধ্যে কলকাতার পরিস্থিতি ক্রমশ চিন্তা বাড়িয়ে চলেছে। একদিনে কলকাতায় আক্রান্ত হয়েছেন ৮৯৫ জন৷ ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৫ হাজার ৬ জন৷ এই পর্যন্ত কলকাতায় মোট সুস্থ হয়ে উঠেছেন ৬৫ হাজার ৫০০ জন৷ শহরে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বেড়ে ৭,৪০৯ জন৷ একদিনে বেড়েছে ২৩ জন৷ একদিনে উত্তর ২৪ পরগণায় আক্রান্ত ৮৯৬ জন৷ এই পর্যন্ত উত্তর ২৪ পরগণা জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ২৭ জন৷ অন্যদিকে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৮৬১ জন৷ তার ফলে এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৬১ হাজার ৩১২ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বেড়ে ৭,২৫১ জন৷ এছাড়াও দার্জিলিংয়ে একদিনে করোনা সংক্রমিত হয়েছেন ১৭৫ জন। নদিয়াতে গত ২৪ ঘণ্টায় ২৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও হাওড়ায় একদিনে ২৪৪ জন করোনায় সংক্রমিত হয়েছেন। দক্ষিণ ২৪ পরগণায় করোনা আক্রান্ত হয়েছেন ২২৯ জন।