দূর্গা পুজো শুরু হতে যাচ্ছে। করোনার আবহাওয়াতেও মানুষ যেন নিজেকে আনন্দে মশগুল করে নিতে চাইছে। এবার মায়ের ঘোড়ায় আগমন আর দোলায় গমন। ঘোড়ায় আগমন মানে "ছত্রভঙ্গন্তরঙ্গমে" অর্থাৎ প্রচুর ক্ষয়ক্ষতি আর বিশৃঙ্খলা। "দোলাং মড়কাং ভবেৎ" অর্থাৎ মায়ের দোলায় গমনের জন্য প্রচুর মৃত্যু আর মড়ক হবে, শরীর খারাপ হবে। তাই মায়ের গমনের কথা মাথায় রেখে আমরা শরীর সম্পর্কিত একটি বিষয় আলোচনা করবো যে অসুবিধা আমাদের সবার জীবনেই আছে।
মোবাইল আমাদের জীবনের খুব প্রয়োজনীয় অঙ্গ হয়ে গেছে। তার মধ্যে আবার ফেসবুক, হোয়াটসআপ ছাড়া আমাদের সময় কাটে না। ফেইসবুক, হোয়াটসআপ আর ইনস্টাগ্রাম যখন 4th Oct ডাউন হয়ে যায় তখন মনে হচ্ছিলো আমরা মোবাইল এর কাছে কিভাবে আসক্ত হয়ে গেছি। মোবাইল ছাড়া আমাদের একটুও সময় কাটে না। আর এই মোবাইলের প্রভূত ব্যবহারের ফলে আমাদের টেক্সট নেক সিনড্রোম হচ্ছে। আমরা ফিজিওথেরাপিস্টরা প্রচুর এই ধরণের রোগী দেখছি, যার ফল মারাক্তক হতে পারে।
কি এই টেক্সট নেক?
টেক্সট নেক হলো এক বিশেষ ধরণের শারীরিক ভঙ্গিমা যাতে মাথা সামনের দিকে এগিয়ে থাকে ঠিক যেভাবে আমরা ফোন দেখি বা ফোনে টেক্সট করি। এই ভাবে দীর্ঘক্ষণ দিনের পর দিন করতে করতে শরীরের ভঙ্গিমার পরিবর্তন ঘটে। সমীক্ষায় বলছে ভারতীয়রা সারাদিন গড়ে ৩ থেকে ৪ ঘন্টা মোবাইল ব্যবহার করে.আমেরিকার কাইরোপ্র্যাক্টর Dr. Dean L. Fishman এই সিনড্রোমটির নামকরণ করেন।
কখন বুঝবেন আপনার টেক্সট নেক হয়েছে?
- ঘাড় স্টিফ হয়ে থাকবে।
- ব্যথা হবে।
- ব্যথা হাত দিয়ে নামবে।
- Shoulder ব্যথা হবে।
- মাথা ব্যথা হবে।
দীর্ঘদিন এই সমস্ত উপসর্গ কে অবহেলা করলেঃ
- ডিস্ক Prolapsed
- আর্থরাইটিস
- কইফোসিস
- লিগামেন্ট ইনজুরি
- নার্ভ ইনজুরি
- ইত্যাদি হতে পারে।
তাই সাবধান থাকার জন্য কয়েকটি টিপস আর এক্সারসাইজ দেখে নিই।
প্রথমে বলি কি করা যাবে না
- দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহার করা যাবে না।
- এক রকম শারীরিক ভঙ্গিমায় দীর্ঘক্ষণ থাকা যাবে না।
- কম্পিউটার বা মোবাইল ব্যবহার করলে তা চোখের লেভেল বরাবর করতে হবে এবং হাত ও ঘাড়ের পজিশন ঠিক রাখতে হবে।
- হাতে বেশি ওজন বহন করা যাবে না।
- বড়ো কোনো জিনিস হাতে দীর্ঘক্ষণ ধরে থাকা যাবে না।
এবার আলোচনা করি কয়েকটা ব্যায়াম
- ঘাড়ের ডান ও বাম দিকে ঘোরানো।
- চিন টাক বা রিট্রাকশন এক্সারসাইজ।
- Shoulder এর মুভমেন্ট এক্সারসাইজ।
- Cervical এক্সটেনশন এক্সারসাইজ।
- Dorsal Spine এক্সটেনশন এক্সারসাইজ।
- ক্যাট - কাওএক্সারসাইজ।
- ডাউনওয়ার্ড ফেসিং ডগ।
- পদহস্তাসন।
ডঃ সত্যেন ভট্টাচার্য
Dr. Satyen Bhattacharyya) (PT)
MPT, COMT, CMT, CDNP, DOMTP (Pursuing), PhD Scholar.
Associate Professor : Burdwan Institute of Medical and Life Sciences
Ex-Physiotherapist : Sports Authority of India, Bardhaman
- More Stories On :
- Text Neck Syndrome
- Physiotherapy
- Exercise
- Work Out
- Mobile