ভারতীয় দলের মহিলা এই ব্যাটার ১৯৯৬ মহারাষ্ট্রের সাংলি এলাকায় জন্মগ্রহণ করেন। ভারতীয় মহিলা ক্রিকেট দলে তিনি মূলতঃ বামহাতি ব্যাটার হিসেবেই খেলেন, প্রয়োজনে ডানহাতে মিডিয়াম পেস বোলিংয়ে পারদর্শী তিনি।
আই সি সি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য প্রথম একাদশ ঘোষণা করে দিল টিম ইন্ডিয়া। শুক্রবার থেকে সাদাম্পটনের এজেস বোল স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ফাইনাল ম্যচে রোহিতের সাথে কি ওপেন করবে, কতজন জোরে বোলার নিয়ে নামবে? কোনও স্পিনার কি ভারত নেবে?দেখে নেওয়া যাক ভারতীয় একাদশ
সোমবার সকালে ক্রীড়া জনপ্রিয় সঞ্চালিকা সঞ্জনা গণেশনের সঙ্গে একেবারে পঞ্জাবি নিয়ম মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন যশপ্রীত বুমরা
রবিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পুরুষদের দশকের সেরা টি -২০, একদিনের এবং টেস্ট দল ঘোষণা করে। ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি-র নাম টি -২০ ও একদিনের অধিনায়ক হিসাবে বিবেচনা করা হয়। উল্লেখযোগ্য ভাবে টি-টোয়েন্টি-তে ভারতের চারজন খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়, দশকের সেরা একদিনের দলেও চারজন ভারতীয় ক্রিকেটার নাম রয়েছে।