সুপারস্টার আমির খান ও প্রযোজক-পরিচালক কিরণ রাও শনিবার বিয়ের ১৫ বছর অতিক্রান্ত করে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্তের কথা তাঁরা যৌথভাবে সামাজিক মাধ্যমে জানিয়েছেন। তাঁরা জানিয়েছেন “আমরা একে অপরের পরিপূরক হয়ে সন্তানদের একসাথে দেখভাল করব এবং একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছি।
তাঁদের সমাজসেবি সংস্থা "পাণি ফাউন্ডেশন", চলচ্চিত্র এবং অন্যান্য পেশার কাজ যেভাবে যৌথভাবে চলছিল সেভাবেই কাজ চালিয়ে যাবেন বলে ওই বিবৃতিতে দম্পতি জানিয়েছেন।
সুত্রের খবর, বর্তমানে আমির খান ৫৬ এবং কিরন রাওয়ের বয়স ৪৭। ব্যাঙ্গালোরে জন্ম হলেও কিরনের বেড়ে ওঠা কলকাতায়। ২০০১ এ ব্লকব্লাসটার সিনেমা "লাগান" এর সেটে প্রথম সাক্ষাত হয় তাঁদের। ২০০৫ এ তাঁদের সম্পর্ক পরিণতি পায়। তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সরোগেসি-র সাহায্যে তাঁদের সন্তান আজাদ রাও খান জন্ম হয় ২০১১ র ডিসেম্বরে।
তাঁরা বিবৃতিতে বলেন "এই ১৫ টি সুন্দর বছর আমরা এক সঙ্গে হাসি, আনন্দ , সুখ, দুঃখ ভাগ করে নিয়েছি এবং আমাদের সম্পর্ক কেবল বিশ্বাস, শ্রদ্ধা এবং ভালবাসায় বৃদ্ধি পেয়েছে। এই অভিজ্ঞতা আজীবন স্মরণে থাকবে।
এখন আমরা আমাদের জীবনে একটি নতুন অধ্যায় শুরু করতে চাই - স্বামী স্ত্রী হিসাবে আর নয়, একে অপরের সহ-পিতা এবং সহ-পরিবার হিসাবে।
বিবৃতিতে আরও লেখা হয়েছে, তাঁরা হটাৎ করে কোনও সিদ্ধান্ত নিচ্ছেন না। বেশ কিছুদিন ধরে আলোচনা ও পরিকল্পনা করেই দাম্পত্যে থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তবে তাঁরা একটি বর্ধিত পরিবারের মতো থাকবেন।
AAMIR KHAN - KIRAN SEPARATE… JOINT STATEMENT… pic.twitter.com/YlixZbvtIA
— taran adarsh (@taran_adarsh) July 3, 2021
খান ও রাও বলেছেন, যে তাঁরা আলাদা থাকলেও তাঁদের ছেলে আজাদের প্রতি কোনও কর্তব্যে গাফিলতি করবেন না। এই সিদ্ধান্তে তাঁদের পাশে থাকার এবং মেনে নেওয়ার জন্য দুই তরফের পরিবার ও বন্ধুবান্ধবকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিবৃতিতে। তাঁরা জানান "তাঁদের সাপোর্ট ছাড়া কিছুতেই আমরা এই সিদ্ধান্ত নিতে পাড়তাম না। আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা ও আশীর্বাদ দেওয়ার জন্য অনুরোধ করছি এবং আশা করি - আমাদের ব্যক্তি জীবনের এই সিদ্ধান্তের প্রভাব পড়বে না পেশাগত দিকে। এই বিবাহবিচ্ছেদ সব কিছুর শেষ নয়, বরং নতুন যাত্রার শুরু হিসাবে দেখবেন"।
‘কায়ামত সে কায়ামত তাক’, ‘সরফরোশ’, ‘থ্রি ইডিয়টস’, ‘তালাশ’, 'জো জিতা ও সিকান্দর' ও ‘দঙ্গল’ এর মতো সুপারহিট ও বক্সঅফিস কাঁপানো চলচ্চিত্রের তারকা আমির খানের প্রথম স্ত্রী ছিলেন রিনা দত্ত। তাদের দুটি সন্তান রয়েছে- ছেলে জুনায়েদ খান ও মেয়ে ইরা খান।
আমির খানের আগামী ছবি 'টম হ্যাঙ্কস'-এর সুপারহিট সিনেমা "ফরেস্ট গাম্প" এর অফিসিয়াল হিন্দি রিমেক "লাল সিং চাড্ডা"। ছবিটি প্রযোজনা করছেন তাঁর সদ্য প্রাক্তন কিরন রাও, তিনি 'দঙ্গল' ও 'সিক্রেট সুপারস্টার' সহ আরও বেশ কয়েকটি সিনেমা প্রোযজনা করেছেন।
জয়ন্ত চট্টোপাধ্যায়