প্রয়াত প্রখ্যাত মালায়লাম সুরকার কৈথাপ্রম বিশ্বনাথন নাম্বুথিরি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।দীর্ঘদিন ধরেই ক্যানসার আক্রান্ত ছিলেন তিনি। তাঁর চিকিৎসা চলছিল কেরলের কোঝিকোড়ে একটি হাসপাতালে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
বিখ্যাত মালায়লাম গীতিকার তথা সুরকার কৈথাপ্রম দামোদরন নাম্বুথিরর ছোট ভাই ছিলেন তিনি। প্রায় ২০টির অধিক ছবিতে সংগীত পরিচালক হিসেবে কাজ করেছিলেন তিনি। জনপ্রিয় দক্ষিণী পরিচালক জয়রাজের 'কন্নকি' ছবিতে তাঁর করা সুর দারুণ জনপ্রিয় হয়েছিল দর্শকদের মধ্যে। তালিকায় রয়েছে 'থিলাক্কম' ছবিও।
১৯৬৩ সালে কেরলের কান্নুরের কৈথাপ্রম গ্রামে জন্মগ্রহণ করেন কৈথাপ্রম বিশ্বনাথন নাম্বুথিরি। কিংবদন্তি কর্ণাটকি গায়ক চেম্বাই বৈদ্যনাথ ভগবতার-এর কাছে গানের তালিম নেন। এরপর 'কন্নকি' ছবিতে আবহসঙ্গীত করার সুবাদে কেরল স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড জেতেন কৈথাপ্রম বিশ্বনাথন নাম্বুথিরি। দাদা কৈথাপ্রম দামোদরন নাম্বুথিরর সহকারী হিসেবে পরিচালক জয়রাজের 'দেশদনম' ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করে সবার নজরে আসেন তিনি। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে।
- More Stories On :
- Kaithapram Viswanathan
- Death

