তিনি হলেন বর্তমানে বাংলার সবথেকে বড় ইউটিউবার। একডাকে যাকে সবাই চেনে। তিনি হলেন সকলের প্রিয় বং গাই অর্থাৎ কিরণ দত্ত। যার প্রত্যেক ভিডিও মিলিয়ন ভিউ ক্রস করে। কিরণ দত্ত তিনিই জিনি বাংলায় প্রথম ইউটিউবার বিষয়টি নিয়ে এসেছিলেন এবং ইউটিউবারদের জনপ্রিয় করেছিলেন। আজ সেই কিরণ দত্তের জন্মদিন।
তবে শুধু কিরণের নয়, আজ তার মনের মানুষ অন্তরারও জন্মদিন। অন্তরা যার আলু- দ্য ফ্রেঞ্চ ফ্রাই নামে ইউটিউবে একটি চ্যানেল রয়েছে। ফেসবুক প্রোফাইলে একটি ছবি পোস্ট করে কিরণ। ছবিতে দেখা যায় বেশ কিছু বয়স্ক ভদ্রমহিলার সঙ্গে রয়েছে সে এবং অন্তরা। ক্যাপশনে লেখে,"শুভ জন্মদিন অন্তরা। আমাকেও শুভ জন্মদিন। ধন্যবাদ সবাইকে। কাল থেকে সবার অনেক ভালোবাসা পাচ্ছি। আজ ঠাকুমাদের সঙ্গে ব্যাপক দিন কাটছে। ওদের গল্প না হয় অন্য একদিন বলবো।" জনতার কথার পক্ষ থেকেও কিরণ ও অন্তরার জন্য জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল।
- More Stories On :
- The Bong Guy
- Kiran Dutta
- Birthday