আজ একজন বিশেষ মানুষের জন্মদিন। যিনি শুধু একজন অভিনেতাই নন, লকডাউনে অনেকে তাঁকে ভগবানের আসনেও বসিয়েছেন। তিনি হলেন সকলের প্রিয় সোনু সুদ। লকডাউনে মানুষের জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়ে কাজ করেছেন, সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন তা কারোরই অজানা নয়। সেই সোনু সুদ আজ ৪৮ বছরে পা দিলেন।
বচ্চন পরিবারের প্রত্যেকের সঙ্গেই কাজ করার অভিজ্ঞতা রয়েছে সোনুর। অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে তিনটি আলাদা ছবিতে অভিনয় করেছেন সোনু। কিন্তু কার সঙ্গে অভিনয় করে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছেন সোনু জানেন? ২০১৩ সালে একটি সাক্ষাত্কারে এ প্রসঙ্গে জবাব দিয়েছিলেন অভিনেতা। সোনু জানিয়েছিলেন, অমিতাভ বচ্চন সেটে নিজের কাজে একেবারে নিমগ্ন থাকেন। বারংবার নিজের ডায়ালগ রিহার্সাল করতে থাকেন। অন্যদিকে, ঐশ্বর্য সেটে একেবারেই চুপচাপ থাকেন। নিজের মধ্যে সময় কাটান। আর অভিষেক হলেন ফুরফুরে মেজাজের। বচ্চন পরিবারের কে সোনুর প্রিয় সহ-অভিনেতা? এই প্রশ্নের জবাবে সোনু বলেছেন, 'আমি মিস্টার বচ্চনের সঙ্গে কাজ করে খুবই আনন্দ পেয়েছি। উনি বুডঢা হোগা তেরা বাপ ছবিতে আমার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন। যুবাতে অভিষেক সেজেছিলেন আমার ভাই। যোধা আকবরে ঐশ্বর্য ছিলেন আমার বোন। মিস্টার বচ্চনের সঙ্গে প্রথম দৃশ্যে আমাকে তাঁকে ধাক্কা দিতে বলা হয়। আমি পরিচালককে বলেছিলাম আমি যাঁকে শ্রদ্ধা করে বড় হলাম তাঁর সঙ্গে এমন কী ভাবে করব?'
- More Stories On :
- Sonu Sood
- Birthday
- Happy Birthday