বিজেপি নেতা মণীশ শুক্লা খুন হওয়ার পর থেকে রাজনৈতিক তরজা অব্যাহত ব্যারাকপুর শিল্পাঞ্চলে। এরই মাঝে মঙ্গলবার টিটাগড়ে শান্তি মিছিল করল তৃণমূল। টিটাগড় থানার সামনে থেকে মিছিল শুরু হয়। শেষ হয় ব্যারাকপুর চিড়িয়ামোড়ে । মিছিলে ছিলেন ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, নির্মল ঘোষ, পার্থ ভৌমিক, মদন মিত্র, বারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস, টিটাগড় পৌরসভার পৌরপ্রশাসক প্রশান্ত চৌধুরি, নারায়ণ গোস্বামী সহ অন্যান্যরা।
আরও পড়ুনঃ মণীশ শুক্লা খুনের ঘটনায় সিআইডির কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
এদিন মিছিল শেষে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, বিজেপি ব্যারাকপুর শিল্পাঞ্চলকে অশান্ত করার চেষটা করছে। উত্তরপ্রদেশের অপসংস্কৃতি বাংলায় আমদানি করতে চাইছে বিজেপি, বিজেপির সেই চেষ্টা কখনই সফল হবে না। এই বাংলাকে অশান্ত হতে দেব না। আমরা টিটাগড় অঞ্চলের বাসিন্দাদের বলতে চাই এখানে আপনারা সবাই মিলে মিশে শান্তিতে থাকুন। কোন বিভদকামী শক্তি মাথা চাড়া দিতে পারবে না। সেই কারনেই আজকে আমাদের শান্তি মিছিলের কর্মসূচি। যে ঘটনা ঘটেছে আইনত তার শাস্তি হবে। মণীশ খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি করে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং হাল্লা বোল কর্মসূচির ডাক দিয়েছেন। সেই বিষয়ে ববি হাকিম বলেন, ওরা যা ইচ্ছা নাটক করুক, ডিগবাজি খাক, কিছু বলার নেই। তবে এলাকায় অশান্তি করা যাবে না।
রাজ্যপালের সমালোচনা করে তিনি বলেন, রাজভবনে বসে বিজেপির পক্ষ নিয়ে উনি কাজ করছেন। আসলে উনি যদি বিজেপির কাজ না করেন, অমিত শাহ ওনার চাকরি খেয়ে নেবে। এরকম রাজ্যপাল আগে দেখা যায়নি। উনি বিজেপি নেতাদের থেকে এক কাঠি এগিয়ে মন্তব্য করেন। বিজেপির নবান্ন অভিযানে নিরাপত্তা রক্ষী বলবিন্দর সিংয়ের বন্দুক নিয়ে মিছিলে যাওয়া আইনত অপরাধ বলে মন্তব্য করেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, কেউ অপরাধ করলে তার আইনত শাস্তি হবে। সেটা নিয়ে জাতপাতের রাজনীতি করছে বিজেপি। যে রাজ্যে বন্দুকের লাইসেন্স থাকে সেই অস্ত্র সেই রাজ্যে ব্যবহারের জন্য বৈধ। অন্য রাজ্যে সেই অস্ত্র নিয়ে ঘোরা যায় না। এদিকে এদিন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং তৃণমূলের মিছিল নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন, শুক্রবার টিটাগড় থেকে হাল্লা বোল মিছিল হবে। সেদিন তৃণমূলের এই মিছিলের জবাব দেওয়া হবে। বি্জেপি নেতা জয়প্রকাশ মজুমদার এই মিছিলের সমালোচনা করে বলেন, মুকুল রায় ও শোভন চট্টোপাধ্যায় তৃণমূল ছেড়ে দেওয়ার পর ফিরহাদ হাকিমকে সামনে রেখেছে তৃণমূল। তিনি বোমা ও গুলি নিয়ে বিরোধী দলগুলির উপর হামলা চালাতে বলেছেন তৃণমূল সদস্যদের।