মৃতদেহ সৎকার করতে এসে সেলফিতে মেতেছিলেন পাঁচ যুবক। শহরের নিমতলা ঘাটে এই সেলিফর সময় বান আসতেই গঙ্গায় তলিয়ে যায় পাঁচ যুবক। সোমবার রাতের এই ঘটনার পর স্থানীয়দের তৎপরতায় দুজন যুবককে উদ্ধার করা সম্ভব হয়। মঙ্গলবার সকাল থেকেই ডুবুরি নামিয়ে নিখোঁজদের তল্লাশি চালানো হচ্ছে। জানা গিয়েছে, মৃত এক যুবককে উদ্ধার করা সম্ভব হয়েছে।পুলিশের দাবি, যুবকরা সৎকার করতে নিমতলা ঘাটে এসেছিলেন। তখন গঙ্গায় বান আসার সতর্কতা ঘোষণা করা হচ্ছিল। এরা সবাই মদ্যপ অবস্থায় ছিল। সতর্কতা ঘোষণাকে কোনও তোয়াক্কা করেনি বেলেঘাটার এই পাঁচ যুবক।
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল প্রয়াত রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের। সোমবার নিমতলা মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় বর্ষীয়ান মন্ত্রীর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের দায়িত্ব সামলেছেন তিনি।প্রয়াত মন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর তাঁকে শ্রদ্ধা জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি সাধন পাণ্ডের শেষকৃত্যের ছবি পোস্ট করে লিখেছেন, বাংলার রাজনীতির ইতিহাসে অন্যতম উজ্জ্বল নক্ষত্র ছিলেন সাধন পাণ্ডে। যখনই যে কাজের দায়িত্ব তাঁর কাঁধে অর্পিত হয়েছে, তিনি নিষ্ঠার সঙ্গে তা পালন করেছেন। তাঁর দেহাবসান হলেও, আমাদের হৃদয়ে তাঁর চিরস্থায়ী অধিষ্ঠান। আজ নিমতলা মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হল। তাঁর শোকসন্তপ্ত আত্মীয়-পরিজন ও অনুগামীদের গভীর সমবেদনা জানাই। তাঁর প্রয়াণে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা কোনওদিনই পূরণ হওয়ার নয়। তাঁর আদৰ্শ ও উপদেশ আগামীদিনেও আমাদের পথ দেখাবে। তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি।
নিমতলা ঘাট স্ট্রিটের একটি কাঠের গুদামে আগুন লাগে শুক্রবার সকালে। তার পরই সেই আগুন ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৮টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। নিমতলা ঘাট স্ট্রিটের কাঠের গুদামে প্রথম আগুনের ফুলকি দেখতে পান স্থানীয়রা। তা দেখে তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলেও। তবে দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনাস্থলে রয়েছে দমকলের ১৮ টি ইঞ্জিন। দ্রুত আগুন নেভানোর চেষ্টা চলছে। তবে সরু রাস্তায় গাড়ি ঢোকাতে সমস্যায় পড়তে হয়েছে দমকলকর্মীদের। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরে আগুন। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। আগুন পাশের একটি গুদামেও ছড়িয়ে পড়েছে বলে খবর।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল সাড়ে সাতটা থেকে পৌনে আটটার মধ্যে আগুনের ফুলকি দেখা যায়। একটি বাড়ির দোতলায় আগুন লাগে। নীচের তলাটি কাঠ গোলা। দোতলায় কয়েকটি পরিবার বাস করে। সকালে বাড়ির বাসিন্দারাই প্রথমে কালো ধোঁয়া দেখতে পান।