Solar Eclips: অন্ধকারে ডুবে যাবে অ্যান্টার্কটিকা
এ বছরের শেষ সূর্যগ্রহণ হচ্ছে শনিবার। সূর্যের পূর্ণগ্রাস।চাঁদ পুরোপুরি ঢেকে দেবে সূর্যকে।LIVE from Antarctica: A total eclipse of the Sun. Totality is at 2:44am ET (07:44 UT): https://t.co/HH1sEaccXd pic.twitter.com/oRQmGwtd2U NASA (@NASA) December 4, 2021নাসা জানিয়েছে, ভারতীয় সময় শনিবার সকাল ১০টা ৫৯ মিনিটে শুরু হবে সূর্যের গ্রহণ। বেলা ১২টা ৩৩ মিনিট থেকে শুরু হবে পূর্ণগ্রাস। দুপুর ১টা ৪ মিনিটে পূর্ণগ্রাসের মাহেন্দ্রক্ষণ। পূর্ণগ্রাস শেষ হবে দুপুর ১টা ৩৪ মিনিটে। আর গ্রহণের হাত থেকে সূর্য মুক্তি পাবে বিকেল ৩টে ৭ মিনিটে। পূর্ণগ্রাস সবচেয়ে ভাল ভাবে দেখা যাবে পশ্চিম অ্যান্টার্কটিকায়। এ ছাড়াও সূর্যের খণ্ডগ্রাস দেখা যাবে দক্ষিণ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, অতলান্তিক মহাসাগর, ভারত মহাসাগর এবং অ্যান্টার্কটিকার বাকি অংশে। নাসা এ-ও জানিয়েছে, এ বছরে সূর্যের শেষ গ্রহণ আংশিক ভাবে দেখা যাবে সেন্ট হেলেনা দ্বীপ, নামিবিয়া, লেসেথো, দক্ষিণ জর্জিয়া, স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ, ক্রোজেট দ্বীপপুঞ্জ, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, চিলি, নিউজিল্যান্ড থেকেও।অ্যান্টার্কটিকা-সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখা যাবে এই পূর্ণগ্রাস বা খণ্ডগ্রাস। তবে ভারতের কোথাও তা দেখা যাবে না।