পাহাড়ে গুরুংয়ের কোনও অস্তিত্ব নেইঃ বিনয়
জিটিএ নিয়ে বৈঠকে সদর্থক আলোচনা হয়েছে। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন মোর্চা নেতা বিনয় তামাং। মুখ্যমন্ত্রীর পাশাপাশি এদিন নবান্নের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ও। এই বৈঠকে বিমল গুরুংকে নিয়ে কোনও আলোচনা হয়নি বলে জানান বিনয় তামাং। আরও পড়ুন ঃ পর্যাপ্ত সংখ্যক ট্রেন চালানো্র আবেদন জানিয়ে রেলকে চিঠি স্বরাষ্ট্রসচিবের সাংবাদিকদের মুখে বিমল গুরংকে নিয়ে প্রশ্ন শুনে উত্তেজিত হয়ে তামাং বলেন , বিমল গুরুং কে? ওঁকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? আমাদের সিলেবাসে বিমল নেই। পাহাড়েও গুরুংয়ের কোনও অস্তিত্ব নেই। উনি আদালতের থেকে পালিয়ে বেরাচ্ছেন। বিনয় তামাং এদিন আরও বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে আলোচনা করে আমরা খুশি হয়েছি। উনি আমাদের সব কথা মন দিয়ে শুনেছেন। বৈঠক ফলপ্রসূ হয়েছে। অন্যদিকে পাহাড় প্রসঙ্গে এদিন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় বলেন , নতুন করে পাহাড়ের পরিস্থিতি অশান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই পাহাড়ের সব সমস্যা তৈরি করেছেন। এখন সেই সমস্যা বাড়িয়ে দিচ্ছেন।