শহরের উপকন্ঠে দাঁতাল হাতির তান্ডব, এক মহিলা সহ তিন জনের মৃত্যু
ঝাড়গ্রাম শহর সংলগ্ন কনাডোবা এলাকায় হাতির আক্রমণে মৃত্যু হয় এক যুবকের। গুরুতর জখম আরও দুই জনকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে আরও এক যুবকের মৃত্যু হয়। ওই এলাকায় তান্ডব চালানোর পর শহরের ১৬ নম্বর ওয়ার্ড বেনাগেড়িয়া এলাকায় হাতির মুখোমুখি পড়ে মৃত্যু হয় মহিলার। দুটি হাতি তান্ডব চালাচ্ছে এলাকায়। দলে একটি শাবক রয়েছে। আতঙ্ক ছড়িয়েছে ঝাড়গ্রাম শহরে।এলাকা সুত্রে জানা যায় তাঁরা বন দপতরে খবর দিয়েছেন। স্থানীয় মানুষজন জানিয়েছেন, ভরা বর্ষায় মাঠে কোনও ফলন্ত ফসল এ পেয়েই দাঁতাল রা দলে দলে লোকালয়ে চলে আসছে। তাঁদের লোকালয়ে আসার প্রধান কারন খাদ্যাভাব বলেই স্থানীয়েদের ধারণা। তিন তিনটি তাজা প্রান অকালে চলে যাওয়ায় এলাকায় শোকের ছায়া।এলাকার এক প্রকৃতি প্রেমী মানুষ জানান, হাতিগুলিকে সনাক্ত করে রেডিও কলার পরিয়ে রাখলে হয়ত তাদের গতিবিধি সমন্ধে সম্যক ধারণা করা যেত এবং সেক্ষেত্রে তাদের প্রতিহত করাও সহজ হত। বারংবার এইভাবে বন সংলগ্ন এলাকায় বন্য প্রানীর অবাধ প্রবেশ এলাকায় অতঙ্ক ছড়াচ্ছে ও সরকারের প্রতি ক্ষোভ বাড়ছে।