পড়ুয়াদের মুশকিল আসান 'হাতেখড়ি'
অনলাইনে কেনাকাটায় এখন বেশিরভাগ মানুষই অভ্যস্ত। খুদে থেকে শুরু করে নানা বয়সের পড়ুয়াদের পঠনপাঠনেও ভরসা অনলাইন। পড়ুয়া ও তাদের অভিভাবকদের চিন্তা কিছুটা লাঘব করতে এসে গেল হাতেখড়ি। পাঠ্যপুস্তক-সহ নানাবিধ বই, স্কুল ইউনিফর্ম থেকে খাতা, ব্লেজার, স্টেশনারি- স্কুলের ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় যাবতীয় সামগ্রী এই ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করে ঘরে বসেই হাতে পাওয়া যাবে। করোনা আবহে সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নিশ্চিত করেই। কয়েকজন উদ্যোগপতির পরিকল্পনাতেই এই ব্যবস্থা চালু হয়েছে। শিক্ষক দিবসে কলকাতার বিশপ হাউজে এক অনুষ্ঠানে এই ওয়েবসাইটের (https://haatekhori.com) উদ্বোধন করা হয়।উপস্থিত ছিলেন কলকাতার বিশপ পরিতোষ ক্যানিং, ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার দীপ দাশগুপ্ত প্রমুখ। করোনা আবহে দোকানের ভিড় যাঁরা এড়াতে চান তাঁদের কাছে নিশ্চিতভাবেই মুশকিল আসান হাতেখড়ি।