ভয়ানক পথদুর্ঘটনা বীরভূমে, মৃত্যু মিছিলে সামিল ৯ জন
ভয়ঙ্কর পথদুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে। বাস-অটোর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৯ জনের। জানা গিয়েছে, কৃষিকাজ সেরে অটোয় বাড়ি ফিরছিলেন আট মহিলা আদিবাসী শ্রমিক। তাঁদের ঘটনাস্থলেই মৃত্যু হয়। প্রাণ হারিয়েছেন অটোচালকও। সরকারি বাসের সঙ্গে সরাসরি ধাক্কা হয় অটোর। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ মৃতদেহগুলি ছড়িয়ে ছটিয়ে পড়ে থাকতে দেখা যায় ৬০ নং জাতীয় সড়কে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি মালদহ থেকে সিউড়ি যাচ্ছিল। মল্লারপুরের গৌরবাজার এলাকায় তাঁরা চাষের কাজ করতে গিয়েছিলেন ৮ জন আদিবাসী মহিলা শ্রমিক। ওই কাজ সেরে অটোয় চেপে বাড়ি ফিরছিলেন তাঁরা। তবে শেষমেশ আর তাঁদের বাড়ি ফেরা হল না। মৃত আদিবাসী ওই মহিলাদের প্রত্যেকেরই বাড়ি রামপুরহাটের পারকান্দি গ্রামে।জানা গিয়েছে, দুর্ঘটনার মুহূর্তে বিকট আওয়াজে দুর্ঘটনাস্থলে ছুটে আসেন আশেপাশের বাসিন্দারা। পুলিশ মনে করছে, বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। তারই ফলে এত বড় দুর্ঘটনা ঘটেছে। তদন্ত শুরু করেছে পুলিশ। জেলা পুলিশের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসেন। শোকের ছায়া নেমে এসেছে রামপুরহাটের পারকান্দি গ্রামে।