হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত শক্তি ঠাকুর
প্রয়াত বাংলা সিনেমার প্রখ্যাত অভিনেতা তথা সংগীতশিল্পী শক্তি ঠাকুর। সোমবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বর্ষীয়ান শিল্পীর। ফেসবুকে বাবার মৃত্যুর খবর জানান বড় মেয়ে মেহুলি গোস্বামী ঠাকুর।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮।তাঁর ছোট মেয়ে মোনালি ঠাকুরও বলিউড ও টলিউডে সঙ্গীতশিল্পী হিসেবে খ্যাতি লাভ করেছেন। একাধিক বাংলা সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শক্তি ঠাকুর। উৎপল দত্ত, বিকাশ রায়ের মতো কিংবদন্তি অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। অভিনয়ের পাশাপাশি তাঁর ভালবাসা ছিল গান। আধুনিক গান গেয়ে দর্শকদের মন জয় করেছেন তিনি।মেহুলি লেখেন, আমি তো ভুলেই গিয়েছিলাম যে বাবা মায়েরা একদিন চলে যায়।এছাড়াও তিনি নিজেকে বাবার কার্বন কপি বলেও প্রকাশ করেন। বাবা কেন চলে গেলেন এত তাড়াহুড়ো করে,একথাও লেখেন তিনি। সঙ্গীতশিল্পীর প্রয়াণে শোকাহত সঙ্গীতমহল।