অকালির এনডিএ ত্যাগ ও কিছু প্রশ্ন
শিরোমণি অকালি দলের এনডিএ-সঙ্গ ত্যাগের ইঙ্গিত আগেই ছিল। বাকি ছিল সরকারি ঘোষণা। কৃষি বিলের প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রিসভার একমাত্র অকালি মন্ত্রী হরসিমরত কউরের পদত্যাগের মধ্যে দিয়ে মধুচন্দ্রিমায় যবনিকা পতনের সূচনা হয়েছিল। আর তাতে সিলমোহর দিল অকালির এনডিএ ছাড়ার সিদ্ধান্ত। এর আগেও দেখা গিয়েছিল মোদী মন্ত্রিসভা থেকে বেরিয়ে এসে বাইরে থেকে সমর্থন করেছিল নীতীশ কুমারের জেডিইউ। কিন্তু এনডিএ-র পুরনো শরিক শিরোমণি অকালি দল কিন্তু সেই পথে হাঁটল না। কিন্তু কেন? প্রথমত পাঞ্জাব হচ্ছে কৃষিপ্রধান রাজ্য। সংসদের দুই কক্ষে পাস হওয়ার পরেও যেভাবে কৃষি সংস্কার বিলের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে তাতে কৃষকদের সমর্থন তলানিতে এসে ঠেকার অবস্থা হতে পারে। আর কৃষক ভোট যদি কংগ্রেসের দিকে ঝুঁকে পড়ে সেক্ষেত্রে আগামী দিনে পাঞ্জাব দখল দূর অস্ত হতে পারে শিরোমণি অকালি দলের কাছে। দ্বিতীয়ত, শিরোমণি অকালি দলের প্রাণপুরুষ প্রকাশ সিং বাদল বারবার বলেছিলেন, তাঁর জীবদ্দশায় বিজেপি-অকালি জোট ভাঙবে না। তবুও ছাড়াছাড়ি হলো। এর পিছনে শুধু কৃষি বিল নয়, অন্য কারণ দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আসলে সুখবীর সিং বাদল বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে সমান্তরাল আলাদা জমি তৈরির চেষ্টার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। গেরুয়া শিবিরের এই কাজে অকালি দলের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। জোট থেকে বেরিয়ে আসার ইস্যু খোঁজায় নতুন করে অক্সিজেন দেয় কৃষি সংস্কার বিল। বর্তমানে পাঞ্জাব বিধানসভায় শিরোমণি অকালি দলের বিধায়ক ১৪, বিজেপির ২। অরবিন্দ কেজরিওয়ালের আপের দখলে ১৯টি আসন। কৃষি বিলের বিরোধিতা করে জোট ছাড়লে, ভবিষ্যতে আপের সঙ্গে রাজ্যওয়াড়ি জোটের পথ খোলা থাকবে শিরোমণি অকালি দলের। সেটাও জোট ভাঙার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। বিজেপি যতই অকালির জোট ভাঙাকে গুরুত্ব না দিক, পাঞ্জাবের জমি পাওয়া যে বেশ কষ্টকর তা বুঝতে পারছে গেরুয়া শিবির। অকালি-আপ জোট হলে সেক্ষেত্রে কংগ্রেসও খুব একটা স্বস্তিতে যে থাকবে তা এখনই বলা যাচ্ছে না। শিরোমণি অকালি দলের এনডিএ থেকে বেরিয়ে আসাকে ইতিমধ্যে কটাক্ষ করতে ছাড়েনি সোনিয়ার দল। ২০২২ সালে পাঞ্জাব বিধানসভার ভোট। মেরুকরণের রাজনীতি কোন দিকে গড়ায় এখন সেটাই দেখার।

