• ১১ কার্তিক ১৪৩২, শুক্রবার ৩১ অক্টোবর ২০২৫ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

প্রযুক্তি

প্রযুক্তি

বাজারে আসছে অত্যাধুনিক ইয়ারবাড

সাধারণের কাছে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে ইয়ারবাড। ভারতের বাজারে মোবাইল সহ একাধিক কোম্পানি নিয়ে এসেছে একের পর এক এই ইয়ারবাড।জানা গিয়েছে, আগামী ৭ অক্টোবর ভারতের বাজারে লঞ্চ করা হবে নতুন রিয়েলমি বাডস এয়ার প্রো।সংস্থার তরফ থেকে টুইটারে জানানো হয়েছে, বেলা সাড়ে ১২ টা নাগাদ লঞ্চ করা হবে। এমনকি পোস্টারের সাহায্যে এই ইয়ারবাডের লুক কেমন হবে, তা জানানো হয়েছে কোম্পানির তরফে। এই ইয়ারবাডে রয়েছে বেশ কিছু সুবিধাও।পাশপাশি জানানো হয়েছে, এই ইয়ারবাডের দাম খুব একটা বেশি হবে না।এর ব্যাটারি যথেষ্ট উচ্চ ক্ষমতা সম্পন্ন। একবার চার্জ দিলে এতে রয়েছে নাগাড়ে ২২ ঘণ্টা ব্যবহার করার সুবিধা।

অক্টোবর ০৫, ২০২০
প্রযুক্তি

মহাকাশযান “এসএস কল্পনা চাওলা”-র যাত্রা শুরু 

মিড-আটলান্টিক রিজিওনাল স্পেসপোর্ট, ভার্জিনিয়া থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এর উদ্দেশ্যে যাত্রা করল নর্থরোপ গ্রুমম্যান-এর বাণিজ্যিক কার্গো মহাকাশযান এসএস কল্পনা চাওলা।বৃহস্পতিবার রাতের এই অভিযানে আশার আলো দেখছেন মহাকাশ বিজ্ঞানীরা। এই যান নভোচারীদের জন্য হাজার কিলোগ্রাম প্রয়োজনীয় রসদ ও সরঞ্জাম সরবরাহ করবে। মহাকাশ অভিযানে তাঁর অসামান্য অবদানের জন্য নাসার নভোচারী কল্পনা চাওলার নামে নামাঙ্কিত করা হয় এই যানটি। কল্পনা চাওলা-ই হলেন মহাকাশে প্রবেশকারী প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা। 🚀@NorthropGrummans #Cygnus spacecraft, named in honor of astronaut Kalpana Chawla, the first woman of Indian descent to go to space, launched at 9:16pm ET on a journey to the @Space_Station. Next, commands will be given to deploy solar arrays: https://t.co/jdRt1NVwYY pic.twitter.com/thIREs5voQ NASA (@NASA) October 3, 2020 এসএস কল্পনা চাওলা সিগনাস মহাকাশযানটি ইতালির তুরিনের থলে আলেনা স্পেস স্টেশন তৈরি করেছে এবং এতে চাপযুক্ত কার্গো মডিউলের সংমিশ্রণ রয়েছে। যানবাহনটিতে দুটি সোলার অ্যারে, নেভিগেশন সরঞ্জাম এবং প্রপালশন উপাদান রয়েছে। যানটি উদ্বোধনের সময় আন্তারেস 230+ রকেট দ্বারা চালিত হয়েছিল, যার কয়েকটি অংশ ইউক্রেনের ইউজমাশ কারখানায় নির্মিত হয়েছে।

অক্টোবর ০৪, ২০২০
প্রযুক্তি

বাজারে এল নতুন স্মার্টফোন

শাওমি যথেষ্ট জনপ্রিয় ভারতীয় মোবাইলের বাজারে।ইতিমধ্যে তারা ভারতীয় বাজারে নিয়ে এসেছে একের পর এক স্মার্ট ফোন।যা সুবিধা দিয়েছে স্থানীয়দের। তবে শুধু ফোন ই নয়। গ্রাহকদের জন্য তাদের তরফে নিয়ে আসা হয়েছে অন্যান্য জনপ্রিয় একাধিক গ্যাজেট।ভারতের বাজারে গত মাসে লঞ্চ করা হয়েছে এই ফোন। যাতে রয়েছে উন্নত একাধিক প্রযুক্তি। এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। তার সঙ্গে রয়েছে মিডিয়াটেক হেলিও প্রসেসর। গত ১৮ সেপ্টেম্বর থেকে এই ফোনের সেল শুরু হয়েছিল। আর তা থেকে একাধিক মানুষজন এই ফোন ব্যবহার করা শুরু করেছেন। এই ফোনের দাম শুরু হচ্ছে ৮২৯৯ টাকা। আর এই দামে পাওয়া যাবে ৪ জিবি র্যাম+৬৪ জিবি স্টোরেজ। অন্যদিকে ৪ জিবি র্যাম+১২৮ জিবি স্টোরেজের ক্ষেত্রে দাম পড়বে ৯২৯৯ টাকা। এও জানানো হয়েছে এই ফোন দ্রুত অফলাইনে বিক্রি করা শুরু হবে।এই ফোন তিনটে আলাদা রঙ এ পাওয়া যাবে। এছাড়া অ্যাক্সিস ব্যাংকের কার্ড হোল্ডাররা এই ফোন কিনলে পাবেন অতিরিক্ত ছাড়। পাশপাশি ফ্লিপকার্টের তরফে গ্রাহকদের দেওয়া হচ্ছে অতিরিক্ত ছাড়। এতে রয়েছে ৬.৫৩ ইঞ্চি ডিসপ্লে। সঙ্গে রয়েছে ওয়াটার ড্রপ নচ। সঙ্গে রয়েছে ৪ জিবি র্যাম। এছাড়া এই ফোনে রয়েছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছাড়া রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। সঙ্গে রয়েছে ১০ ডবলু দ্রুত চার্জের সুবিধা। এতে মেমরি কার্ড ব্যবহারের সুবিধাও রয়েছে। রয়েছে ইউএসবি পোর্টের সুবিধাও। এছাড়া রয়েছে একাধিক সুবিধা।

অক্টোবর ০৪, ২০২০
প্রযুক্তি

এবার আরও আকর্ষণীয় হোয়াটসঅ্যাপ, আসছে নয়া ফিচার

নতুন চমক হোয়াটসঅ্যাপে।এবার তারা অনেকগুলি ফিচার নিয়ে এল অ্যান্ড্রয়েড বিটা ইউজারদের জন্য। সম্প্রতি অ্যান্ড্রয়েডের ২.২০.২০১.১০ বিটা সংস্করণ প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ।এর মধ্যে অন্যতম হল অলওয়েজ মিউট ফিচার। এছাড়া রয়েছে নতুন স্টোরেজ ব্যবহারের ইউআই ও তার টুল।এগুলি ছাড়াও রয়েছে নতুন ফিচার, যার নাম মিডিয়া গাইডলাইনস।তাতেই রয়েছে এই ফিচারগুলি।এছাড়াও বিজনেস অ্যাকাউন্টের ক্ষেত্রে ভিডিও ও ভয়েজ কলের বাটনগুলি রাখা হয়নি। এমনকী, কনট্যাক্ট ইনফোতেও ভিডিও ও ভয়েজ কলের বাটনগুলি নেই। কিন্তু প্রোফাইল আইকনগুলিতে ট্যাপ করলেই বাটনগুলি পাওয়া যাবে।পরিবর্তনগুলির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় সম্ভবত অলওয়েজ মিউট ফিচারটি। এতদিন পর্যন্ত কোনও গ্রুপ বা ব্যক্তিবিশেষকে এক বছরের জন্য মিউট করে রাখা যেত। কিন্তু এবার থেকে অনির্দিষ্টকালের জন্য মিউট করার সুযোগ দিচ্ছে হোয়াটসঅ্যাপ।বদলে গিয়েছে স্টোরেজ ইউজেস সেকশনটি। এতদিন প্রতিটি চ্যাটের মধ্যে ঢুকে সেখানে বিভিন্ন মিডিয়া ফাইলের জন্য কতটা জায়গা খরচ হচ্ছে তা দেখা যেত। নতুন পদ্ধতিতে দেখা যাবে মডার্ন স্টোরেজ বার। পাশাপাশি কোন ফাইলগুলি অদরকারি তাও নির্দেশ করে দেবে হোয়াটসঅ্যাপ। ফলে সেই ফাইল মুছে ফেলে স্পেস বাড়ানো অনেক সহজ হবে।মিডিয়া গাইডলাইনস-এর মাধ্যমে ইউজাররা ইমেজ, ভিডিও ও জিআইএফগুলি এডিট করে ইচ্ছেমতো স্টিকার ও টেক্সট বসাতে পারবেন। তবে এই ফিচারগুলি এখনও সবাই পাননি। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আপডেট করার পর সামান্য অপেক্ষা করতে হতে পারে। কয়েকদিনের মধ্যেই পরিবর্তনগুলি দেখতে পাওয়া যাবে।

অক্টোবর ০৩, ২০২০
প্রযুক্তি

অ্যাপেল বাজারে আনল অষ্টম প্রজন্মের আইপ্যাড

অ্যাপল আজ অষ্টম প্রজন্মের (8th Generations) আইপ্যাড বাজারে আনছে, শক্তিশালী এ 12 বায়োনিক চিপ বৈশিষ্ট্যযুক্ত যা নিউরাল ইঞ্জিনকে প্রথমবারের জন্য আইপ্যাডে ব্যবহার করা হয়। দাম ভারতীয় মুদ্রায় মাত্র 29900/- থেকে শুরু, সবচেয়ে জনপ্রিয় এবং সাশ্রয়ী মূল্যের আইপ্যাডে আরও বেশি ক্ষমতা সম্পন্ন। এতে অত্যাশ্চর্য 10.2-ইঞ্চি রেটিনা ডিসপ্লে, উন্নত ক্যামেরা এবং দুর্দান্ত ব্যাটারি (Long Life) বৈশিষ্ট্যযুক্ত। গ্রাহকরা আজ থেকে আইপ্যাড অর্ডার করতে পারবেন, আগামী শুক্রবার, 18 সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু। বিশ্বব্যাপী বিপণন সংস্থা অ্যাপলের সিনিয়র সহ-সভাপতি গ্রেগ জোসভিয়াক বলেছেন, অষ্টম প্রজন্মের আইপ্যাডের সাথে গ্রাহকদের আরও দ্রুত এবং আরও শক্তিশালী অভিজ্ঞতা দেওয়ার জন্য আমরা আগ্রহী। এর সুন্দর 10.2 ইঞ্চি রেটিনা ডিসপ্লে সহ, এ 12 বায়োনিক, দুর্দান্ত ক্যামেরা এবং আরও অনেকগুলি থেকে পারফরম্যান্স বাড়ানো হয়েছে, নতুন আইপ্যাড এমন এক সময়ে এক অবিশ্বাস্য মান, যখন আমাদের গ্রাহকদের আরও শক্তিশালী এবং বহুমুখী উপায়গুলির প্রয়োজন হয় কাজ, খেলুন, শিখুন এবং প্রিয়জনের সাথে সংযুক্ত হন ১৭ই সেপটেম্বর, ২০২০ Cupertino, California

সেপ্টেম্বর ১৭, ২০২০
  • ‹
  • 1
  • 2
  • ›

ট্রেন্ডিং

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2025 Janatar Katha News Portal