রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ফের কিছুটা বাড়ল। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা ১০,৪৩০। গতকাল এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছিল করোনা আক্রান্তের সংখ্যা, ৯,৩৮৫। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ১৪,৯৩৮। শনিবার করোনা আক্রান্তের সংখ্যা ১৯,০৬৪ জন, শুক্রবার ছিল ২২,৬৪৫। তবে এদিন ৫৩,৮২৪ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী পজিটিভিটি রেটও অনেকটা কমেছে, ১৯.৩৮ শতাংশ। গতকাল সোমবার ছিল ২৬.৪৩ শতাংশ। রবিবার পজিটিভিটি রেট ছিল ২৭.৭৩ শতাংশ, শনিবার ছিল ২৯.৫২ শতাংশ, শুক্রবার ৩১.১৫ শতাংশ। মোদ্দা কথা টানা কমছে পজিটিভিটি রেট। তবে ডায়মন্ডহারবারের পজিটিভিটি মাত্র রেট ১.০৯ শতাংশ। এদিন মৃত্যু বেড়ে হয়েছে ৩৪, গতকাল ছিল ৩৩।
এদিন কলকাতায় কিছুটা বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। গতকাল কলকাতায় আক্রান্তের সংখ্যা ছিল ১,৮৭৯। এদিন আক্রান্তের সংখ্যা ২,২০৫। পাশের জেলা উত্তর ২৪ পরগানায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ফের কমেছে। এদিন ওই জেলায় আক্রান্তের সংখ্যা ১,৭৬১, গতকাল ছিল ১,৮৬৩। মোট সুস্থতার সংখ্যাও অনেকটা বেড়েছে ১৩,৩০৮। গতকাল ছিল ১১,০৩৪।
কোন জেলায় কত সংক্রমণ
কলকাতা ২,২০৫
উত্তর ২৪ পরগনা ১,৭৬১
দক্ষিণ ২৪ পরগনা ৮৮৫
হাওড়া ৪৩৮
পশ্চিম বর্ধমান ৩৮৬
পূর্ব বর্ধমান ৩৯৫
হুগলি ৪৫৪
বীরভূম ২৯১
নদিয়া ২২৭
মালদা ৬০৯
মুর্শিদাবাদ ২০২
পশ্চিম মেদিনীপুর ২৮২
পূর্ব মেদিনীপুর ১৭৬
পুরুলিয়া ৭৭
দার্জিলিং ৪০৩
বাঁকুড়া ২২১
জলপাইগুড়ি ২৩৫
উত্তর দিনাজপুর ৪৩৫
দক্ষিণ দিনাজপুর ১৮৬
ঝাড়গ্রাম ২৭৫
কোচবিহার ১৪১
আলিপুরদুয়ার ১১৫
কালিম্পং ৩১
আরও পড়ুনঃ আবার করোনা হানা, এসসি ইস্টবেঙ্গলের ম্যাচ আদৌও হবে তো?
আরও পড়ুনঃ স্বজনপোষণের অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, ক্ষোভের আঁচ পৌঁছল হাইকোর্টেও!
আরও পড়ুনঃ রেমডিসিভিরে বিপদ দেখছেন বিশেষজ্ঞরা, নয়া নির্দেশিকায় সতর্কতা কেন্দ্রের
- More Stories On :
- Corona
- Covid-19
- West Bengal
- District
- Bulletin