করোনা মহামারীর হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে ভারত সেবাশ্রম সংঘের তরফ থেকে ১২৫ টি জায়গায় বৈদিক শান্তি যজ্ঞ অনুষ্ঠিত হল। প্রতিষ্ঠাতা শিবাবতার স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৫বছর আবির্ভাব উপলক্ষ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে সংঘের কার্যালয় এবং সংঘ পরিচালিত হিন্দু মিলন মন্দির ও সেবাকেন্দ্রগুলিতে রবিবার বিকেল তিনটেয় এই যজ্ঞের আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ দিলীপ ঘোষের আরোগ্য কামনায় রাজ্যের বিভিন্ন প্রান্তে যজ্ঞ বিজেপির
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে, মুখে মাস্ক পরে একযোগে এই শান্তি যজ্ঞে অংশ নেন এলাকার মানুষ। সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, দুর্গা পুজোর প্রাক্কালে মানুষের মন থেকে সমস্ত অন্ধকার দূর হয়ে , করোনা মহামারী চলে গিয়ে মানুষের মনে শান্তি ফিরে আসুক। এই প্রার্থনা নিয়েই এই অভিনব শান্তি যজ্ঞের আয়োজন করা হয়েছিল দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে।
- More Stories On :
- Bharat Sebashram Sangha
- Vedic Peace Yoggo
- 125 places
- Corona crisis
- Rid