ফের রাজ্যে অনেকটা কমে গেল করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪,৫৪৬ জন। এদিন রাজ্যে করোনা পরীক্ষা গতকালের থেকে অনেকটা কমেছে। এদিন রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৫১,৪২১ জনের। এদিন মোট করোনা পরীক্ষা করা হয়েছে ৭৩,২১৪ জনের। ফের কমেছে পজিটিভিটি রেটও। তবে এদিনও করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা উদ্বেগ বাড়িয়েছে। এদিকে ক্রমশ রাজ্যে পজিটিভিটি রেট কমেছে। এদিন পজিটিভিটি রেট ছিল ৮.৮৪, গতকাল ছিল ৯.৫৩ শতাংশ। কয়েকদিন আগেই পজিটিভিটি রেট ছিল ৩০ শতাংশের ওপর।
করোনা আক্রান্তের সংখ্যা ব্য়াপক হারে কমছে, কমছে পজিটিভিটি রেটও কিন্তু করোনা সংক্রিমত হয়ে মৃত্যুর সংখ্যা ৩০-এর ঘরেই আছে। এদিন রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৭ জনের, গতকাল ছিল ৩৬ জন। শনিবার করোনা আক্রান্ত হয়ে মৃ্ত্যু হয়েছিল ৩৭ জনের। উত্তর ২৪ পরগনায় এদিন সর্বাধিক ১৪ জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে। কলকাতায় এদিন মৃত্যু হয়েছে ৫ জনের। কলকাতায় করোনায় আক্রান্তের সংখ্যা নেমে গিয়েছে ৫শোর নীচে। সোমবার কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯৬ জন। গতকাল ছিল ৯৭৩।
কোন জেলায় কত সংক্রমণ
কলকাতা ৯৭৩
উত্তর ২৪ পরগনা ৬৭৮
দক্ষিণ ২৪ পরগনা ২৭৮
হাওড়া ১৭২
পশ্চিম বর্ধমান ১৩৪
পূর্ব বর্ধমান ১৫৩
হুগলি ২৮০
বীরভূম ৩০০
নদিয়া ২৫০
মালদা ৯১
মুর্শিদাবাদ ১১৮
পশ্চিম মেদিনীপুর ১৯৮
পূর্ব মেদিনীপুর ৪৮
পুরুলিয়া ৭০
দার্জিলিং ২৪১
বাঁকুড়া ১৭৫
জলপাইগুড়ি ২৯৫
উত্তর দিনাজপুর ৯৪
দক্ষিণ দিনাজপুর ১৫৬
ঝাড়গ্রাম ৫২
কোচবিহার ১৬৯
আলিপুরদুয়ার ৯৬
কালিম্পং ২
আরও পড়ুনঃ কেন ব্যর্থ দল? ব্যাখা দিলেন হেডস্যার রাহুল দ্রাবিড়
আরও পড়ুনঃ ফের শেয়ার বাজারে বড় পতন, কয়েক দিনে উধাও ১৭ লক্ষ ৫৪ হাজার কোটি টাকা
আরও পড়ুনঃ ব্রেকিংঃ বঙ্গ বিজেপির দুই শীর্ষ নেতাকে সাময়িক বরখাস্ত, গুঞ্জন বাড়ল
- More Stories On :
- Corona
- Covid-19
- West Bengal
- District
- Bulletin