রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৯,৩৮৫। রবিবারের করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৪,৯৩৮। শনিবার করোনা আক্রান্তের সংখ্য়া ১৯,০৬৪ জন, শুক্রবার ছিল ২২,৬৪৫। তবে এদিন ৩৫,৫১৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর আগে গড়ে পরীক্ষা হচ্ছিল ৬০ হাজারের ওপর। পজিটিভিটি রেটও অনেকটা কমেছে, ২৬.৪৩ শতাংশ। পজিটিভিটি রেটও ক্রমশ কমছে। গতকাল, রবিবার পজিটিভিটি রেট ছিল ২৭.৭৩ শতাংশ। শনিবার ছিল ২৯.৫২ শতাংশ, শুক্রবার ৩১.১৫ শতাংশ। তবে করোনা আক্রান্তের সংখ্যা ব্যাপক কমে গেলেও এদিন মৃত্যুর সংখ্যা সামান্য কমেছে, ৩৩। গতকাল ছিল ৩৬।
সোমবারের রিপোর্ট অনুযায়ী কলকাতায় অনেকটাই কমেছে আক্রান্তের সংখ্যা। গতকাল কলকাতায় ৩,৮৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছিল। এদিন আক্রান্তের সংখ্যা ১,৮৭৯। উত্তর ২৪ পরগানাতেও কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা কমেছে। এদিন ওই জেলায় আক্রান্তের সংখ্যা ১,৮৬৩। এদিন মোট সুস্থ হয়েছে ১১,০৩৪।
কোন জেলায় কত সংক্রমণ
কলকাতা ১,৮৭৯
উত্তর ২৪ পরগনা ১,৮৬৩
দক্ষিণ ২৪ পরগনা ৪০৩
হাওড়া ৪৭৯
পশ্চিম বর্ধমান ৩৬৯
পূর্ব বর্ধমান ৪৭৩
হুগলি ৫৫২
বীরভূম ৫৬৪
নদিয়া ৪৭০
মালদা ৩৩০
মুর্শিদাবাদ ২৪২
পশ্চিম মেদিনীপুর ২২৫
পূর্ব মেদিনীপুর ৯৫
পুরুলিয়া ১৫৭
দার্জিলিং ১৭৩
বাঁকুড়া ২২০
জলপাইগুড়ি ৭৬
উত্তর দিনাজপুর ২৯০
দক্ষিণ দিনাজপুর ২০৩
ঝাড়গ্রাম ১০১
কোচবিহার ১৪৫
আলিপুরদুয়ার ৬৩
কালিম্পং ১৩
আরও পড়ুনঃ প্রায় ১ মাস পিছিয়ে গেল কলকাতা বইমেলা
আরও পড়ুনঃ ফুটবলারদের কী বললেন রিভেরা? স্থগিত হতে পারে লালহলুদের ম্যাচ
- More Stories On :
- Corona
- Covid-19
- West Bengal
- District
- Bulletin