"বীরভূমের দেউচা-পাঁচামি কয়লাখনি প্রকল্প নিয়ে রাজ্য সরকারের বক্তব্য স্পষ্ট নয়। এই নিয়ে স্থানীয় মানুষেরা যে আন্দোলন করছে তার পাশে থাকবে সি পি এম।" শনিবার বর্ধমানে এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়ে দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, "দেউচা-পাঁচামি নিয়ে রাজ্য সরকারের ঘোষণা স্পষ্ট নয়। সরকার পরিস্কার জবাব দেয়নি। তবে প্রকল্প না হওয়ার কোনও ব্যাপার নেই। সরকার যা বলছে তার মধ্যে বিশ্বাসযোগ্য়তা নেই। স্থানীয় মানুষের লড়াইতে আমরা আছি। বর্ধমানের টাউনহলে সিপিএমের পঁচিশতম পূর্ব বর্ধমান জেলা সম্মেলনের এদিন ছিল প্রথম দিন।
কলকাতা পুরসভা নির্বাচনে প্রাপ্ত ভোট শতাংশের হিসাবে বামেরা বিজেপিকে টপকে গিয়েছে। সূর্যকান্ত মিশ্র বলেন, "কলকাতা পুরভোটে দলের কমবয়সী কর্মীদের প্রার্থী করা হয়েছে। সেখানে বিজেপি নয়, দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরাই। বামপন্থীরাই দ্বিতীয় শক্তি কলকাতা পুরসভায়। আমাদের ভোটের হার বেড়েছে। কংগ্রেসেরও হার বেড়েছে। অধিকাংশ বরোতেও বামেরাই দ্বিতীয় স্থানে আছেন।" তিনি আরো জানান, রাজ্যের বাকি পুরসভাগুলির নির্বাচনে স্থানীয় পরিস্থিতি বিবেচনা করেই রণকৌশল ঠিক করবে সংশ্লিষ্ট জেলা কমিটি। এদিন টাউনহলে সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন আভাস রায়চৌধুরী ও অপূর্ব চট্যোপাধ্যায়।
- More Stories On :
- CPM
- Local People
- Movement
- Deucha
- Panchami
- Suryakanta Mishra