নিউ দিঘার একটি হোটেলে বৃহস্পতিবার সকালে আগুন লাগে। দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। স্থানীয়রা হোটেলের ঘর থেকে ধোঁয়া বেরতে দেখে পুলিশে ও দমকলে খবর দেয়। প্রাণ ভয়ে বেশ কয়েকজন পর্যটক কার্নিশ থেকে ঝাঁপ দেন। হোটেলের ঘরে বহু পর্যটক থাকলেও তাদের সকলকে নিরাপদে বের করে আনা হয়েছে বলে খবর। প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।
প্রতক্ষদর্শীদের মতে বৃহস্পতিবার বেলা প্রায় ১১টা নাগাদ হোটেলের দোতলায় সিঁড়ির লবি থেকে আগুন এবং কালো ধোঁয়া বেরতে দেখা যায়। তড়িঘড়ি হোটেল ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন কর্মীরা। দোতলায় থাকা কয়েক জন পর্যটক প্রাণ বাঁচাতে রেলিং টপকে কোনও ক্রমে নীচে ঝাঁপিয়ে পড়ে প্রাণ বাঁচান। দমকলের বেশ কিছু সময়ের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই হোটেলে ইলেকট্রিকের কাজ চলছিল। পার্শ্ববর্তী হোটেলের কর্মীরা জানিয়েছেন, শর্ট সার্কিটের কারণে এই আগুন লেগে থাকতে পারে। তদন্ত চলছে। হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুনঃ আক্রান্তের সংখ্যা কমলেও, চিন্তা বাড়াচ্ছে সংক্রমণের হারই!
- More Stories On :
- New Digha Hotel
- Fire
- Short Circuit
- No Injury