কেন্দ্রীয় সরকার যদি আয়ুষ্মান ভারত প্রকল্প পশ্চিমবঙ্গে চালু করতে চায় তাহলে করতেই পারে। তবে প্রকল্পের ১০০ শতাংশ টাকা কেন্দ্রকেই দিতে হবে ৷খড়গপুরে প্রশাসনিক সভা থেকে মঙ্গলবার একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আমাদের স্বাস্থ্যসাথী প্রকল্প অনেক আগে থেকেই আছে ৷ রাজ্যে নতুন করে এমন প্রকল্পের দরকার নেই ৷ স্বাস্থ্যসাথীর ১০০ শতাংশ টাকা রাজ্য দিচ্ছে ৷ কিন্তু যদি আয়ুষ্মান ভারত প্রকল্প এখানে চালু করতে চায় তাহলে কেন্দ্রীয় সরকারকে এই প্রকল্পের সম্পূর্ণ টাকা দিতে হবে ৷ এতে রাজ্যের কোনও আপত্তি নেই ৷" রেশনসামগ্রী বিলিতে নজরদারি বাড়ানো্র জন্য জেলা প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দেন তিনি।
আরও পড়ুনঃ মণীশ শুক্লা খুনে ধৃতদের ১৪ দিনের সিআইডি হেফাজত
এছাড়াও এদিন তিনি হাতির আক্রমণে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য প্রদানের কথা ঘোষণা করেন। মৃতের পরিবারের একজনকে হোমগার্ড পদে চাকরি দেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়াও দাঁতালের হামলায় মৃত ওই জেলার একজনের পরিবারের সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।এর পাশাপাশি মাওবাদী হামলায় মৃত অথবা ১০ বছর ধরে নিখোঁজের পরিবারের একজনকে চাকরি অথবা ৪ লক্ষ ক্ষতিপূরণ দেওয়া হবে।