বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল কোচবিহারে। স্টল বিলি ও দুর্নীতির অভিযোগ ওঠার পর শনিবার কোচবিহারের তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ঘোষ পদত্যাগ করেছেন। জানা গেছে, পদত্যাগ করেছেন তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। শনিবার সকালে সদর মহকুমা শাসকের বাড়িতে গিয়ে তিনি পদত্যাগ পত্র জমা দেন। পদত্যাগের সিদ্ধান্ত সম্পর্কে রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, “অভিষেকের নির্দেশেই পদত্যাগ করেছি। অনেকদিন থেকেই বলা হচ্ছিল, এবার করেছি।”
রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে স্টল বিলি সংক্রান্ত দুর্নীতির অভিযোগ ওঠে। তবে তিনি সেই অভিযোগ অস্বীকার করেছেন। আগেও তাঁকে পদত্যাগ করতে বলা হয়েছিল, কিন্তু সেই নির্দেশ মানেননি তিনি। এবার অবশেষে পদত্যাগ করেছেন। ভোটের আগে তাঁর পদত্যাগ ভোট ও দলের রাজনীতিতে কী প্রভাব ফেলবে, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
জানা গেছে, সম্প্রতি কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক মেসেজ পাঠিয়ে রবীন্দ্রনাথ ঘোষকে পদত্যাগ করতে বলেছিলেন। রবীন্দ্রনাথ ঘোষ সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের শীর্ষ নেতৃত্ব তাঁকে পদত্যাগ করতে বললে তিনি পদত্যাগ করবেন। এরপর মমতা কোচবিহার সফর করেন এবং জেলা নেতৃত্বকে নির্দেশ দেন, যাতে রবীন্দ্রনাথ ঘোষকে নিয়ে একসঙ্গে চলা হয়। শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়, তার পরই পদত্যাগের সিদ্ধান্ত আসে।
তৃণমূল নেতা পার্থ প্রতীম রায় বলেন, “রবীন্দ্রনাথ ঘোষ দলের অনুগত সৈনিক। দল যে নির্দেশ দিয়েছে, তা যথাযথভাবে পালন করেছেন।” বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “রাজনীতি মানে ব্যবসা, সেটা তৃণমূলকর্মীদের বোঝানো হয়েছে। রবীন্দ্রনাথ ঘোষ পুরনো দিনের কর্মী, মানসিকতা তাঁরাই বলতে পারবেন।”
আরও পড়ুনঃ কাঁপুনি ধরানো শীতের থাবা! কলকাতা থেকে জেলা—জমাট ঠান্ডায় নাজেহাল বাংলা
- More Stories On :
- Rabindra Nath Ghosh
- TMC

