উত্তরদিনাজপুরের কালিয়াগঞ্জ রণক্ষেত্র। ধর্ষণ-খুনকাণ্ডে দোষীদের গ্রেফতারের দাবিতে শনিবার বিক্ষোভকারীরা দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছে। দোকান পুড়েছে। কালিয়াগঞ্জে এক রাজবংশী নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তারই প্রতিবাদে কালিয়াগঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখায় এবিভিপি। তারপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কমব্যাট ফোর্স, বিশেষ বাহিনী নামে পুলিশের সঙ্গে। এমনকী গ্রামবাসীদের সঙ্গে খন্ডযুদ্ধ বেধে যায় পুলিশের সঙ্গে।
শনিবার মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীসহ বিজেপি নেতৃত্ব। পরে তাঁরা রায়গঞ্জে এসপি অফিসের সামনে ধর্নায় বসেন। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন সুকান্ত। দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভকে কেন্দ্র করে চলে ধুন্ধুমার কান্ড। অগ্নিগর্ভ হয়ে এলাকা। পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশকে লাটিচার্জ করতে হয়, ছুড়তে হয় কাঁদানে গ্যাস। পুলিশকে লক্ষ্য করে ইচপাটকেল ছোড়ার অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। তবে অপরাধী ধরা না পর্যন্ত এই ক্ষোভ-বিক্ষোভ থামবে না বলে জানিয়ে দেন তাঁরা। জাতীয় মহিলা কমিশন কালিয়াগঞ্জকাণ্ডে রাজ্য পুলিশের ডিজির হস্তক্ষেপ চেয়েছে। মৃতদেহ টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছিল কিনা তার সত্যতা যাচাই করতে নির্দেশ দিয়েছে পুলিশ।
আরও পড়ুনঃ ইতিহাস ছুঁয়ে পূর্ব বর্ধমানকে গর্বিত করল মেমারির কিশোর অনুরাগ
- More Stories On :
- Kaliaganj rape-murder,north dinajpur