বিজেপি কর্মী গোকুল জানার খুনিদের ধরুন , নাহলে আপনাদের আমরা রেয়াত করব না। বুধবার পুলিশের উদ্দেশে এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। সায়ন্তনবাবু আরও বলেন, পুলিশকে কাজ খুনি ধরা। সে বিজেপি করত কি করত না , সেটা জানা পুলিশের কাজ নয়। তাঁর অভিযোগ , পুলিশ চেষ্টা করছে , ময়নাতদন্ত না করেই গোকূল জানার অন্ত্যোষ্টি ক্রিয়া করে দিতে। পুলিশ যাতে দেহ নিয়ে পালিয়ে যেতে না পারে , তার জন্য বিজেপি কর্মীদের কাঁথি হাসপাতাল ঘেরাও করে রাখার ডাক দেন তিনি। সায়ন্তনবাবু বলেন , গোকূলবাবুর খুনির বিচার করব। বিজেপির ১২৫ টা কর্মী খুন হয়েছে। ৬ মাসের মধ্যে সবকটি কেসের বিচার শুরু হবে।
আরও পড়ুন ঃ তৃণমূলের গোষ্ঠীকোন্দল , গুলিতে প্রাণ হারালেন তৃণমূল কর্মী
প্রসঙ্গত , তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী টিঙ্কুলাল দোলুই করোনা আক্রান্ত। অভিযোগ, তা সত্ত্বেও তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা কোনও স্বাস্থ্যবিধি না মেনে সর্বত্র ঘুরেফিরে বেড়াচ্ছিলেন। গোকুলচন্দ্র জানার ছেলে তপনের অভিযোগ, তাঁর বাবা স্থানীয় আশাকর্মীর কাছে এ বিষয়ে প্রতিবাদ জানান। তখন আশাকর্মীর স্বামী শংকর জানা বাবার সঙ্গেই তর্কে জড়িয়ে পড়েন। সেখানে প্রতিবেশী আরও কয়েকজন হাজির হন। বাবার সঙ্গে তাঁদের হাতাহাতি ও ধাক্কাধাক্কি শুরু হয়। তখন তাঁদের মধ্যে একজন গোকুলবাবুকে কানের নিচে সজোরে আঘাত করে। তাতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। কিছুক্ষণ পরেই মৃত্যু হয় তাঁর।
- More Stories On :
- Sayantan bose
- bjp
- gokul jana
- গোকুল জানা
- BJP Activist
- বিজেপি কর্মী
- Murder
- খুন